ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এখনও মিডিয়াকে পাত্তা দিচ্ছেন না মেসিরা

প্রকাশিত: ০৫:৫০, ২৩ মার্চ ২০১৭

এখনও মিডিয়াকে পাত্তা দিচ্ছেন না মেসিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ঘটনা গত বছরের নবেম্বরের। বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে নাকানি-চুবানি খায় আর্জেন্টিনা। ওই হারের পর আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো কড়া সমালোচনা করেন লিওনেল মেসিসহ দলের ফুটবলারদের। যে কারণে ভীষণ চটেছিলেন মেসিরা। বয়কট করেছিলেন সংবাদ মাধ্যমকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দু’টি সামনে রেখেও মিডিয়া বয়কট অব্যাহত রেখেছেন মেসিরা। আর্জেন্টিনার সাংবাদিক শুনলেই নাকি নাক সিটকে দূরে চলে যাচ্ছেন দেশটির ফুটবলাররা। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে সাংবাদিকদের সামনে আসেননি আর্জেন্টিনার কোন ফুটবলার। শোনা যাচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব বৈতরণী পার করেই মিডিয়ার সামনে আসবেন মেসিরা। ২০১৬ সালের ৩০ নবেম্বর ব্রাজিলের কাছে বাজেভাবে হারে আর্জেন্টিনা। এরপর দেশটির ফুটবলারদের বেশ বাজেভাবে সমালোচনা করে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলো। দেশটির একটি রেডিওতে তারকা স্ট্রাইকার ইজিকুয়েল লাভেজ্জিকে নিয়ে বলা হয় যে, অনুশীলনে গাঁজা সেবন করেন লাভেজ্জি। দেশটির সাংবাদিক গ্যাব্রিয়েল এ্যানিলো যিনি রেডিও মিট্রেতে কাজ করেন। টুইটবার্তায় তিনি অভিযোগ করেন অনুশীলন ফাঁকি দিয়ে গাঁজা সেবন করে থাকেন লাভেজ্জি। মূলত লাভেজ্জিকে নিয়ে পরিবেশন করা এই সংবাদের কারণেই গণমাধ্যম বয়কট করেছেন মেসিরা। ব্রাজিলের কাছে হারের পর কলম্বিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার ২৫ জন খেলোয়াড় একসঙ্গে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে মেসি বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই বয়কট চলবে। তিনি আরও জানান, দলগতভাবেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এটা বেশিদিন চলবে না আমি আশা করি, তবে আপাতত আমরা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলব না। ম্যাচ হারার পর বা খারাপ খেললে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটনা করা হয়। যেগুলো খুবই দুর্ভাগ্যজনক। আমি দুঃখিত, তবে আমাদের আর কোন উপায় ছিল না। এদিকে মেসির মতো ফুটবলার নিজ দেশে না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন চিলির সাবেক তারকা ফুটবলার ইভান জামোরানো। তার বিশ্বাস, মেসি চিলির হলে দেশজুড়ে তার মূর্তি থাকত। ভক্তদের ভালবাসা পেতে পেতে ক্লান্তও হয়ে যেতেন মেসি। মেসিকে সর্বকালের সেরাদের একজন মনে করা হলেও আর্জেন্টিনায় তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। মেসি যতটা বার্সিলোনার, ততটা আর্জেন্টিনার নয়Ñ এমন অভিযোগ আছে হরহামেশাই। আর্জেন্টিনা-চিলি ম্যাচ সামনে রেখে চিলির সাবেক ফরোয়ার্ড জামোরানো বলেন, মেসি যদি চিলির হত, তাহলে দেশজুড়ে ওর মূর্তি থাকত এবং শ্রদ্ধা-ভালবাসা পেতে পেতে সে ক্লান্ত হয়ে যেত। চিলিতে তার মূল্যায়ন করা হত। তিনি আরও বলেন, বার্সিলোনার মেসি ও জাতীয় দলের মেসির ব্যবধানটা আর্জেন্টাইনরা হিসেব কষে। স্পেনে (বার্সিলোনা) তার একপাশে নেইমার, অন্যপাশে লুইস সুয়ারেজ। পেছন থেকে আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বসকুয়েটসের সহযোগিতা পায়। জামোরানো বলেন, এ কারণেই আপনি পুরো ছবিটা দেখবেন। আমি মনে করি, বিশ্বসেরার মূল্যায়ন হওয়া উচিত। আমাদের অবশ্যই উচিত মেসির প্রচেষ্টার মূল্য দেয়া। কেননা প্রতি বছর সে ৭০ থেকে ৮০টি ম্যাচ খেলে এবং এরপরও জাতীয় দলের হয়ে খেলতে আসে।
×