ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাস বেড়েছে কারবারের

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ মার্চ ২০১৭

আত্মবিশ্বাস বেড়েছে কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ হাঁটুর ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিটকে পড়েছেন সেরেনা উইলিয়ামস। তাতেই কপাল খুলে যায় এ্যাঞ্জেলিক কারবারের। দ্বিতীয়বারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি। মিয়ামি ওপেন শুরুর আগে এমন অর্জনে আত্মবিশ্বাসটা যেন বহুগুণেই বেড়ে গেছে কারবারের। তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জনের চেয়েও কারবার এখন বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের পারফর্মেন্সে। এ প্রসঙ্গে জার্মানির এই টেনিস তারকা বলেন, ‘আমি আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলাম। তবে সত্যি কথা বলতে আমার কাছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখন আমি কোর্টে আরও ভাল পারফর্ম করতে চাই। মূলত এ জন্যই এখানে (মিয়ামি) আসা।’ চলতি মৌসুমে ইতোমধ্যেই ছয়টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত একটি শিরোপাও নিজের শোকেসে তুলতে পারেননি তিনি। বছরের প্রথম টুর্নামেন্ট ব্রিসবেন থেকে তো প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন কারবার। এরপর সিডনিতে ব্যর্থ হওয়া এই জার্মান তারকা মেলে ধরতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনেও। বছরের প্রথম মেজর টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি। ভক্ত-অনুরাগীদের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি কাতার ওপেন, দুবাই চ্যাম্পিয়নশিপ এমনকি সদ্য সমাপ্ত বিএনপি পরিবাস ওপেনেও। বছরের শুরুতেই এমন নিষ্প্রভ কারবার তবু আশা ছাড়ছেন না। বরং তার দৃষ্টিতে এখনও ভাল করার অনেক সময় রয়েছে তার সামনে। তাই ভাল করতে না পারার চাপ না নিয়ে বরং সামনের সময়টাতে নিজেকে মেলে ধরতে চান তিনি। এ বিষয়ে ২৯ বছর বয়সী জার্মান তারকা বলেন, ‘আমি মনে করি এখন চাপ মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে গেছি। যে কারণেই আর এটাকে কোন চাপ বলে মনে হয় না। তবে আমার জন্য আবারও শীর্ষস্থান ফিরে পাওয়াটা অবশ্যই নতুন এক চ্যালেঞ্জ। তবে আমার জন্য এটা কেবল বছরের শুরু। তাই অনুভূতিটাও দারুণ। নিজেকে কোর্টে স্বরূপে ফিরে পাওয়ার জন্য অনুশীলন করছি এবং আমি মনে করি আমার সামনে এখনও অনেক ভাল সময় রয়েছে।’ চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন টুর্নামেন্ট জিততে পারেননি কারবার। শুধু তাই নয়, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা কোন খেলোয়াড়কে হারাতেও পারেননি তিনি। তারপরও সেরেনা উইলিয়ামসকে টপকে শীর্ষস্থান দখল করে নিলেন এ্যাঞ্জেলিক কারবার। তাতে অনেকের মনে আবার বিষয়টিকে সন্দেহজনক বলেও মনে হচ্ছে। তবে এ্যাঞ্জেলিক কারবারের এই অর্জন মূলত গত মৌসুমে অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়ার জন্যই। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্রিস এভার্ট বলছেন ভিন্ন কথা। ১৮টি গ্র্যান্ডসøাম জিতে নিজেকে টেনিস ইতিহাসের অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া এভার্টের বিশ্বাস কারবার এখন তার সেরাটা খেলার ঝুঁকি নিচ্ছেন না। শুধু কারবার কেন? নতুন বছরে সেরেনা উইলিয়ামস ছাড়া সেরা টেনিস তারকাদের কেউই নিজেদের মেলে ধরতে পারছেন না। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এমনকি ইউজেনি বাউচার্ড টেনিসের সব শীর্ষ তারকারাই কোর্টে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত টেনিস কোর্টে দেখা মিলেনি ভিক্টোরিয়া আজারেঙ্কার। মা হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই টেনিস কোর্টের বাইরে এই বেলারুশ সুন্দরী। আর নিষেধাজ্ঞার কারণে মারিয়া শারাপোভা তো দীর্ঘ ১৫ মাস ধরেই টেনিস কোর্টের বাইরে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মৌসুমেই কোর্টে ফেরার কথা রয়েছে রাশিয়ান টেনিসের এই গ্ল্যামার গার্লের।
×