ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ মোহাম্মদ শাহ আলম

বঙ্গবন্ধুর ভাষণ

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ মার্চ ২০১৭

বঙ্গবন্ধুর ভাষণ

মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে, তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’। আমি নিজেও ওই ভাষণে উদ্বুদ্ধ হয়ে এবং প্রিয় মাতৃভূমিকে পাকিস্তানীদের রাহুগ্রাস থেকে মুক্ত করার মানসে যুদ্ধে অংশ গ্রহণ করি এবং এক্ষেত্রে আমার মায়ের ভূমিকা ছিল প্রবল। আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সিডি কপি অথবা ভিডিও কপি, সরকারের উদ্যোগে বিনামূল্যে আমাদের প্রিয় মাতৃভূমির সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে বিতরণ করে ছাত্রছাত্রীদের শোনানোর উদ্যোগ গ্রহণ করা দরকার। মুক্তিযুদ্ধ চলাকালীন ধারণকৃত দেশী-বিদেশী সাংবাদিকের ধারণকৃত ডকুমেন্টারি, সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখানোর পদক্ষেপ নেয়া হোক। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে স্বাধীনতার ইতিহাসকে অন্তর্ভুক্ত করা জরুরী। প্রত্যেক উপজেলা, জেলায়, শহীদ, প্রয়াত ও জীবিত মুক্তিযোদ্ধাদের নাম নির্দিষ্ট স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা। বিশেষ বিশেষ দিবসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের উপস্থিতির মাধ্যমে তাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের বর্ণনা শোনানোর বন্দোবস্ত করা। উপজেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের বর্ণনাকে সঙ্কলনাকারে প্রকাশ করার উদ্যোগ নেয়া। যে সব মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধে বিশেষ অবদান আছে তাদের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে ছাত্রছাত্রীদের মাঝে পরিচয় করিয়ে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের মূল কথা হলো ইতিহাস জানার ব্যবস্থা করা। আমরা যারা দেশকে ভালবাসি আমাদের সকলকে মনে রাখতে হবে যে আমাদের মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সারাবিশ্বে আমাদের জন্য গৌরবের। লালমাটিয়া, ঢাকা থেকে
×