ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গেছো কাঁকড়ার খোঁজ

প্রকাশিত: ০৫:৪০, ২৩ মার্চ ২০১৭

গেছো কাঁকড়ার খোঁজ

কাঁকড়া সাধারণত সাঁতার কাটতে ও নদীর তীরে হাঁটতে পারে। কিন্তু গেছো কাঁকড়ার খবর এতদিন শোনা যায়নি। এবার হংকংয়ের ম্যানগ্রোভ অঞ্চলে নতুন প্রজাতির একটি কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে যেটি সাধারণত গাছে বাস করে। আকারে ছোট এই কাঁকড়ার পিঠের খোলসের রং গাঢ় বাদামী। এটির পা পাতলা। পায়ের রং উজ্জ্বল বাদামী। এটির নখর হালকা কমলা রঙের। এই কাঁকড়া আকারে ছোট। সাধারণত ৮ থেকে ৯ মিলিমিটার আয়তনের ছোট্ট প্রাণী শিকার করে খায়। হংকং ও সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কাঁকড়াটির খোঁজ পান। তাদের এ সংক্রান্ত গবেষণা সম্প্রতি ‘জার্নাল জুকিসে’ প্রকাশিত হয়েছে। হংকংয়ের পূর্বাঞ্চলের টিং কক ম্যানগ্রোভ বনে এই কাঁকড়াটি পাওয়া গেছে। এটি গাছের ৬ ফুট উপরে বাস করছিল। বিজ্ঞানীদের ধারণা দূষণের কারণে এই ম্যানগ্রোভ বনের অনেক প্রাণী বিপন্ন হয়ে গেছে। তার মধ্যে এই কাঁকড়ার বেঁচে থাকা একটি উল্লেখযোগ্য ঘটনা।-গিজমডো অবলম্বনে।
×