ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামিন জোচ্চুরি

পাঁচ কর্মচারীর ১৪ বছর করে জেল

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ মার্চ ২০১৭

পাঁচ কর্মচারীর ১৪ বছর করে জেল

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার নি¤œ আদালতে জামিন জালিয়াতির মামলায় আদালতের ৫ কর্মচারীর ১৪ বছর করে কারাদ-ের রায় দিয়েছে আদালত। বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মোঃ আখতারুজ্জামান দ-বিধির পৃথক ৬ ধারায় আসামিদের উপস্থিতিতে এই শাস্তি দেন। দ-িতরা হলেন, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভুঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মোঃ নাঈম এবং উমেদার মোঃ আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মোঃ ইসমাইল। দ-বিধির ৪৬৬ ধারায় ৭ বছর এবং ৪৭১ ধারায় ৭ বছর- মোট ১৪ বছরের শাস্তি হয় আসামিদের। তবে দুইটি ধারার সাজা একইসঙ্গে চলবে বলে উল্লেখ থাকায় আসামিদের ৭ বছর কারাদ- ভোগ করলেই চলবে বলে জানিয়েছেন এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। রায়ে প্রত্যেক আসামিকে প্রত্যেক ধারার জন্য ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদ-ও করেছেন- যা অনাদায়ে দুইমাস বেশি জেল খাটতে হবে। ২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন্নাহারের স্বাক্ষর জাল করে আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া জামিননামা তৈরি করে ৭৪টি মামলায় ১০৬ আসামিকে জামিনে মুক্ত করে। আসামিপক্ষের লোকজনের কাছ থেকে অন্তত ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষও নেয় তারা। ওই হিসেবে ১০৬ জনকে জামিনে মুক্ত করে তারা প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়। ওই ঘটনায় ২০১৪ সালের ১২ জুলাই আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ রাজধানীর কেতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্তের পর দুদকের সহকারী পরিচালক মোঃ শফিউল্লাহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
×