ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্যাটুর সাহায্যে শোনা যাবে গান

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ মার্চ ২০১৭

ট্যাটুর সাহায্যে শোনা যাবে গান

বিষয়টা রথ দেখা আর কলা বেচার মতোই। এবার শরীরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ট্যাটুর সাহায্যে স্মার্টফোন চালানো যাবে। শুধু তাই নয় মিডিয়া প্লেয়ার চালিয়ে মনের আনন্দে গানও শোনা যাবে। খেলা যাবে গেমস। এতে আবার আলোও জ্বলবে। গুগলের সহযোগিতায় জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী এই ট্যাটু তৈরি করেছেন। এটির নাম স্কিনমার্কস। এটি মূলত ইলেকট্রনিক্স ট্যাটু। সাধারণ শরীরের জন্মগত অথবা ছোপ ছোপ দাগ ঢেকে দিতে এ ধরনের ট্যাটু ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা বলছেন এই ট্যাটু নিয়ে আরও পরীক্ষার দরকার। অধ্যাপক ক্রিস হ্যারি বলেন ২০৫০ সালের মধ্যে বিশ্বের সকল পার্লারে এই ট্যাটু তৈরির জন্য লোকজন ভিড় করতে পারে। টেক নিউজ অবলম্বনে।
×