ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জমে উঠেছে প্রচার ॥ প্রার্থীর পক্ষে নানা প্রতিশ্রুতি

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ মার্চ ২০১৭

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জমে উঠেছে প্রচার ॥ প্রার্থীর পক্ষে নানা প্রতিশ্রুতি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ মার্চ ॥ কুমিল্লা মহানগর এখন মুখরিত আওয়ামী লীগ ও বিএনপিসহ ২০ দলীয় কেন্দ্রীয় নেতাদের পদচারণায়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তাদের উপস্থিতিতে ভোটের মাঠে প্রচারের গতি ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেয়র পদে নির্বাচনী প্রচারের মাঠ দখলে নিতে কোমড় বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। প্রতিদিনই ঢাকা থেকে কুমিল্লায় আসছেন আওয়ামী লীগ-বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কুসিকের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও ছুটছেন পছন্দের মেয়র প্রার্থীর প্রচার মাঠ গরম করতে। আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগে থেকে কুমিল্লায় অবস্থান করে নিজ দলের প্রার্থীর পক্ষে ভোটের প্রচার চালাচ্ছেন। বুধবার বিএনপির প্রার্থীর পক্ষে এসেছেন ২০ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রচারের শেষে দিকে ভোটারদের কাছে টানতে নেতৃবৃন্দ অবলম্বন করছেন নানান কৌশল, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বুধবারও দিনভর আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী ও দু’দলের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলীয় প্রার্থীর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ॥ আঞ্জুম সুলতানা সীমা পক্ষে বুধবার নগরীর জয়পুর, কচুয়া, রাজাপাড়া, ঢুলিপাড়া, চৌয়ারা এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি বেশকিছু উঠান বৈঠকসহ পথসভায় বক্তব্য দেন। অপরদিকে তার পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব একেএম এনামুল হক শামীম নগরীর কান্দিরপাড় এলাকায় এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাউছার নগরীর বাদুরতলা, ঝাউতলা ও ধর্মপুর এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি, তানভীর শাকিল জয়, কাজী শহিদুল্লাহ লিটন, আব্দুল আলীম, শেখ সোহেল রানা টিপু, সালেহ মোহাম্মদ টুটুল, হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম আবুল। এছাড়া কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ ওমর ফারুক, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগ করেন। বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ॥ মনিরুল হক সাক্কু নগরীর কাশারীপট্টি, চকবাজার, থিরাপুকুরপাড়, বজ্রপুর, মৌলভীপাড়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ৪টি পথসভায় বক্তব্য রাখেন এবং নগরীর অসমাপ্ত সব কাজ সমাপ্ত করে আধুনিক নগরী গড়ার জন্য ভোটারদের কাছে আরেকবার সুযোগ চান। তার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইমরান সালেহ প্রিন্স, শামছুজ্জামান দিদার, যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়াসহ দলের অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা নগরীর মোগলটুলী, কান্দিরপাড়, বাদুরতলা, রেসকোর্স, চকবাজার এলাকায় গণসংযোগ করেন। এদিকে বুধবার বিকেল থেকে ২০ দলীয় জোটের পক্ষে নির্বাচন সমন্বয়ক এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল নগরীর টমছমব্রিজ, শাকতলা, মধ্যম আশ্রাফপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গনি, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তুজা, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা।
×