ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত সফরের পর ১৯ এপ্রিল ভুটান যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ মার্চ ২০১৭

ভারত সফরের পর ১৯ এপ্রিল ভুটান যাবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফরের পর ভুটান যাচ্ছেন। আগামী ১৯-২১ এপ্রিল ভুটান সফর করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও তার সফরসঙ্গী হতে পারেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল থিম্পু যাচ্ছেন। অটিজম বিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম এ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস ভুটান-২০১৭’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা যায়। ভুটান সফরকালে দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হবে। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও রানী জেতাসুন পেমা ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন। এছাড়া ২০১৪ সালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা সফর করেন। ভুটানের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের রোল মডেল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। এছাড়া তিনি একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটান গিয়েছিলেন। আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে বাংলাদেশ। বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং এ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭-১০ এপ্রিল দিল্লী সফর করবেন। দিল্লী থেকে ফেরার পরে তিনি ভুটান সফরে যাবেন।
×