ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

প্রকাশিত: ০৪:৫৩, ২৩ মার্চ ২০১৭

পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারে ১৫ দিনের ব্যবধানে দেড় গুণেরও বেশি বেড়েছে বিদেশী বিনিয়োগ। এ সময়ে বিদেশী বিনিয়োগ বেড়েছে ১.৫৮ গুণ। শেয়ারবাজারে বিনিয়োগবান্ধব মার্কেট প্রাইস আর্নিং (মার্কেট পিই) রেশিও থাকায় বিদেশী বিনিয়োগ আগ্রহী হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সর্বশেষ তথ্যমতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পিই দাঁড়িয়েছে ১৬.১৩। দেশের শেয়ারবাজারে চলতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ ১৫ দিনে বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ২২৯ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। যা চলতি মাসের প্রথম ১৫ দিনে হয়েছে ৫৯৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারির শেষ ১৫ দিনের তুলনায় মার্চের প্রথম ১৫ দিনে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৩৬৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা বা ১৫৮.১২ শতাংশ। এ বিষয়ে কয়েকজন বাজার বিশ্লেষকের সঙ্গে কথা বললে তারা জানান- আমাদের দেশ এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। এ দেশের মাটি উর্বর, শ্রমের মূল্য কম, শ্রমিকের প্রাচুর্যতা, পণ্য আমদানি রফতানিতে নদীপথে যোগাযোগ সহজ ইত্যাদি বিষয়কে বিশ্লেষণে আনলে আমাদের বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা বহুগুণ। শেয়ারবাজার এমন একটি স্থান যেখানে গোটা দেশের শিল্প বাণিজ্য একীভূত হয়। এসব সম্ভাবনার বিষয়গুলো যাচাই-বাছাই করেই মূলত বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে। আর তার কারণেই ধারাবাহিকভাবে বাড়ছে আমাদের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ। এর পিছনে রাজনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক সুযোগ-সুবিধাও কাজ করছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, ২০১৬ সালে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৫ হাজার ৫৭ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৭১৬ কোটি টাকার শেয়ার। ২০১৬ সালে শেয়ার কেনাবেচা মিলিয়ে বিদেশীদের মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৭৭৩ কোটি টাকা, যা আগের ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আর নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ কোটি টাকা।
×