ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পের বিকাশে পাহাড়ে বাইক প্রতিযোগিতা ২৪-২৬ মার্চ

প্রকাশিত: ০৪:৪০, ২৩ মার্চ ২০১৭

পর্যটন শিল্পের বিকাশে পাহাড়ে বাইক প্রতিযোগিতা ২৪-২৬ মার্চ

বিশেষ প্রতিনিধি ॥ পর্যটন শিল্পের বিকাশে আগামী ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত পাহাড়ে বাইক (সাইকেল) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ নামে এ প্রতিযোগিতা রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালি থেকে শুরু হয়ে ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বান্দরবানের নীলগিরিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতা নিয়ে সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এ কথা বলেন। আইএসসিএসের প্রথম আনুষ্ঠানিক সভায় ফরাসউদ্দিনের যোগদান এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন জাতিসংঘ সদর দফতরে ২১ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইএসসিএস) প্রথম আনুষ্ঠানিক সভায় যোগদান করেন। উল্লেখ্য, তিনি গত ৪ নবেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত আইএসসিএসের নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়ে চার বছর মেয়াদী এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন এ বছরের ১ জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করে।
×