ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধূমকেতুতে ধস

প্রকাশিত: ০৪:৩৪, ২৩ মার্চ ২০১৭

ধূমকেতুতে ধস

অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ধূমকেতুতেও ধস নামে। এই ছবিই তুলে ফেলছেন নাসার মহাকাশচারী মরিসিও পাজোলা। সেই ছবি তুলতে তুলতেই ধূমকেতুতে ধস নামার ছবি ক্যামেরাবন্দী করেছেন পাজোলা। মঙ্গলের উপগ্রহের ছবি তুলতে গিয়ে আচমকা একটি অতি উজ্জ্বল বস্তু তার ক্যামেরার আওতায় আসে। পাজোলা বুঝতে পারেন, সেটি একটি ২০০ ফিট লম্বা ধূমকেতুর আলো। যার নাম ৬৭ পি। -ওয়েবসাইট মন্ত্রীর সততা বিশ্বজুড়ে সরকারের মন্ত্রী-আমলাদের দৌরাত্ম্যের মধ্যে কিছুটা ব্যতিক্রমী ও সততার নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলে ভুল করেছিলেন মন্ত্রী ট্রয় গ্রান্ট। মন্ত্রীর দাবি, তখন বুঝতে পারেননি তিনি আইন ভাঙছেন। পরে বিষয়টি বোঝার পর নিজেই পুলিশের কাছে ফোন করে জরিমানা দেয়ার প্রস্তাব দেন এবং ২৫০ ডলার জরিমানা পরিশোধও করেন। -এবিসি নিউজ
×