ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসরাইলের গোলায় ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ০৪:৩৩, ২৩ মার্চ ২০১৭

ইসরাইলের গোলায় ফিলিস্তিনী নিহত

গাজায় ইসরাইলী গোলার আঘাতে বুধবার ভোরে এক ফিলিস্তিনী নিহত ও অপর দ্ইুজন আহত হয়েছে। এক ফিলিস্তিনী কর্মকর্তা একথা জানান। এদিকে ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনী বসতি ও ইসরাইলী ভূখ-ের মধ্যবর্তী সীমান্ত এলাকায় একাধিক গোলাবর্ষণের সময় ওই তিন ফিলিস্তিনী সেখানে ছিল। -এএফপি মাকড়সার বিষ থেকে স্ট্রোক থেরাপি মাকড়সার বিষের একটি প্রোটিন স্ট্রোক থেকে ব্রেনকে রক্ষা করতে সাহায্য করতে পারে। গবেষণায় এটা দেখা গেছে। বিজ্ঞানীরা হিল এ প্রোটিনের একটি ডোজ ল্যােিব একটি ইঁদুরের ওপর প্রয়োগ করেছেন এবং তা কাজ করেছে। তারা বলেছেন, এটা ভবিষ্যত স্ট্রোক চিকিৎসা হিসেবে একটি সফলতা দেখাচ্ছে। কিন্তু এখনও মানুষের ওপর প্রয়োগ করা হয়নি। স্ট্রোক এ্যাসোসিয়েশন জানিয়েছে, এই গবেষণাটি এখন প্রাথমিক পর্যায়ে। কিন্তু এটা স্ট্রোকের কারণে ক্ষতি কমাতে সম্ভাব্য যেকোন চিকিৎসাকে স্বাগত জানাবে। মোনাশ ও কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা অনুসন্ধানের জন্য অস্ট্রেলিয়ার ফ্রাজের দ্বীপ ভ্রমণ করেছেন এবং তিনটি সম্ভাব্য মারাত্মক অস্ট্রেলিয়ান ফানেল ওয়েব মাকড়সা ধরেছেন। -বিবিসি ৩০ সেকেন্ডে ব্লাড গ্রুপ চীনের থার্ড মিলিটারি মেডিক্যাল ইউনিভার্সিটি মাত্র ৩০ সেকেন্ডে একটি রঞ্জিত কাগজের টুকরো ব্যবহার করে একজন রোগীর ব্লাড গ্রুপ বের করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। বর্তমানে ব্যবহৃত উপায়গুলোর চাইতে নতুন এই উপায়টিতে অনেক কম সময় লাগে এবং খরচটাও হয় কম। এতে তুলনামূলকভাবে দরিদ্র দেশগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। -আই এফ এল সায়েন্স
×