ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর প্রদেশে তিনটি গরুর মাংসের দোকানে আগুন

প্রকাশিত: ০৪:৩২, ২৩ মার্চ ২০১৭

উত্তর প্রদেশে তিনটি গরুর মাংসের দোকানে আগুন

উত্তর প্রদেশে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেয়ার দুই দিন পরই রাজ্যটির হাথরাসে তিনটি গরুর মাংসের দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে এসব দোকানে আগুন লাগানো হয়; ‘সমাজ-বিরোধীরা’ এসব আগুন লাগিয়েছে বলে দাবি পুলিশের, খবর এনডিটিভির। এই ঘটনার পর হাথরাসে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে বলে জানা গেছে। রবিবার বিজেপির রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। ৪৪ বছর বয়সী এই পুরোহিত রাজনীতিক কসাইখানাগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা চালিয়ে আসছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই এ বিষয়ে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে বিজেপি। তবে শুধু অবৈধ কসাইখানাগুলোই বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে। সব কসাইখানা বন্ধ করে দেয়ার ধারণাটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দলটি। সোমবার দুটি কসাইখানা বন্ধ করে দেয়া হয়। সেগুলো অবৈধ ছিল বলে দাবি করেছে নতুন রাজ্য সরকার। সব থানাকে অবৈধ কসাইখানা ও গরু জবাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ।
×