ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ২৩ মার্চ ২০১৭

টুকরো খবর

রাজশাহীতে ২৯ শিবিরকর্মী আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ২৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী নানা প্রচার চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোপন খবরের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকার ছাত্রাবাসে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী প্রচার চালানোর অভিযোগ ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৯ শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতরা সবাই ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে জিহাদী বই ও শিবিরের সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাজশাহী মহানগর পুলিশের এই কর্মকর্তা। দেয়াল চাপায় নিহত ২ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দেয়াল চাপা পড়ে বুধবার গৃহকর্তাসহ নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামে গৃহকর্তা আব্দুল কাফি (৪৫) ও শ্রমিক দেলজার হোসেন (৫০) পাইপের মাধ্যমে মাটির দেয়ালে পানি দিয়ে তা ভাঙ্গার সময় দেয়াল ধসে তাদের উপরে পড়ে। গুরুতর আহত ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ মার্চ ॥ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগত বখাটেদের হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আয়োজনে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। ইয়াবাসহ দম্পতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মহম্মদনগর এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা নাসির খলিফা (৩০) ও তার স্ত্রী শাহানা বেগমকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কৌশলে রাখা ককশীটের খালি কার্টনের মধ্য থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। বিদ্যুতস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ২২ মার্চ ॥ কক্সবাজারের মহেশখালীর কৃষি ব্যাংক হোয়ানক শাখার ভবনে রং করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রণব দাশ (২৮) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের কৃষি ব্যাংক ভবনে এই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত প্রণবসহ ৩ সহযোগী মিস্ত্রি হোয়ানক ইউনিয়নের টাইম বাজারের বাংলাদেশ কৃষি ব্যাংক হোয়ানক শাখার অফিস ভবন রং করার জন্য কাজ নেয়। বুধবার সকাল থেকে তারা ভবনের বাইরে রশি দিয়ে মই বানিয়ে রং করছিল। প্যানেল মেয়রের ভাই অস্ত্রসহ আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর পৌরসভার প্যানেল মেয়রের ভাইসহ তিনজনকে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও মাদকসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মাদারসী গ্রামের একটি ঘর থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলো, পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিনের ছোট ভাই আনিচুর রহমান, মোঃ জিয়া ও গৃহকত্রী নার্গিস বেগম। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশী তৈরি একটি পাইপগান, বন্দুকের দুই রাউন্ড গুলি, চারটি ককটেল এবং ৫৮ পিস ইয়াবা। দুর্বৃত্তের হামলায় শ্রমিকলীগ নেতা আহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ প্রকাশ্যে আব্দুল বারেক ব্যাপারী নামে শ্রমিকলীগ নেতা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে দড়াটানা পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন বটতলায় হাতুড়ি ও লোহার রড দিয়ে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত পিটিয়ে রাস্তার ওপর রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। এ ঘটনায় তার ভাই পুলিশে অভিযোগ করেছেন। দ্রুত হামলাকারীদের আটক করা হবে বলে পুলিশ সুপার জানান। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ এনেছেন ইউপি সদস্যরা। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে পরিষদের ৮ সদস্য উপস্থিত হয়ে চেয়ারম্যান সাঈদ মেহেদির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ তুলে ধরে সরকারের কাছে প্রতিকার প্রার্থনা করেন। অভিযোগ, চেয়ারম্যান স্বজনপ্রীতিতে একই পরিবারে শিশুকার্ড, ভিজিডি কার্ড এমনকি রেশন কার্ড দিয়েছেন তিনি। ইউনিয়নব্যাপী ২৫৪টি ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি সদস্যদের। তবে অসুস্থ থাকা চেয়ারম্যান সাঈদ মেহেদির পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন কয়েকজন ইউপি সদস্য তাদের দুর্নীতি ঢাকতে এসব কথা বলছেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সাঈদ মেহেদির বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ভিজিডি কার্ডের অনুকূলে যে চাল দেয়া হয় চেয়ারম্যান তার বহন খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে ১৫ টাকা করে কেটে নেন।
×