ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৪:২৮, ২৩ মার্চ ২০১৭

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্ত্রী সাবিনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী লুৎফর শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। মুক্তিপণ দাবিতে তিন জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে বুধবার ভোরে সুন্দরবনের গোলখালী এলাকার মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের আব্দুস সালাম সরদার (৩৫), একই এলাকার রমজান আলী এবং কেওড়াতলা গ্রামের নিরঞ্জন ম-ল।
×