ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৫, ২৩ মার্চ ২০১৭

টুকরো খবর

মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২২ মার্চ ॥ কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাটিয়াপাড়া বঙ্গবন্ধু চত্বর এলাকায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সাধারণ জনগণের পক্ষ থেকে এসব কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম মোল্লা, ভাটিয়াপাড়া বাজার কমিটির উপদেষ্টা আশরাফউদ্দিন মোল্লা (তারা), ভাটিয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুলের সহ-সভাপতি খালেদা জাহান (তিনু) ও ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খানসহ অনেকেই। বক্তারা অভিযোগে বলেন, স্থানীয় প্রভাবশালী করম আলী শিকদার ও তার লোকজন কাশিয়ানীর নানা সন্ত্রাসী কর্মকা-ে জড়িত। এসব সন্ত্রাসীরা এলাকার শান্তি বিঘিœত করতে উঠেপড়ে লেগেছে। এ কারণে তারা মশিউরের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। আমরা মশিউরের নেতৃত্বে ইউনিয়নে শান্তিতে বসবাস করছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার। আমরা শান্তি চাই এবং মশিউরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি পুলিশ এসব সন্ত্রাসীদের না ধরে বরং উস্কানি ও মদদ দিয়ে তাদের সহযোগিতা করছে বিধায় আমরা কাশিয়ানী থানার ওসিরও দ্রুত অপসারণ চাই। উল্লেখ্য, গত ৭ মার্চ কাশিয়ানীর খায়েরহাট এলাকার করম আলী শিকদারের ছেলে মাহামুদুল হাসান বাদী হয়ে কাশিয়ানী ইউপি-চেয়ারম্যান মশিউর রহমান খানসহ ৪৬ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করে। আদালতও মামলাটি এফআইআরর নির্দেশ দিয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয়রা এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। ১৬ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অগ্নিকা-ের ঘটনায় কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি পাগলাটারী গ্রামে ৫ পরিবারের ১৬ বসতঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল অর্থ পুড়ে ছাই হয়েছে। বুধবার ভোরে ওই গ্রামের জাহেদুল ইসলামের বাড়ির বিদ্যুতের শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হলে এ ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। কিশোরীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলে গ্রামের আরও ২০ পরিবারের বসতঘর রক্ষা পায়। তবে ওই অগ্নিকা-ে ৫ পরিবারের ১৬ বসতঘর পুড়ে গেছে। নাটোরে ছয় ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২২ মার্চ ॥ বড়াইগ্রামে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শাকিল আহম্মেদ, সেকেন্দারিগজ, সিরাজ, নাজমুল, রমজান আলী, ফারুক হোসেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার সড়াবারিয়া, বর্ণা, জোনাইলসহ বিভিন্ন এলাকায় তার অভিযান চালায় পুলিশ। এ সময় শাকিল আহম্মেদ, সেকেন্দারিগজ, সিরাজ, নাজমুল, রমজান আলী, ফারুক হোসেন নামে ছয় ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। জঙ্গী হানিফের দাফন সম্পন্ন নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ২২ মার্চ ॥ বুধবার সকালে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামে জঙ্গী সন্দেহে আটকের পরে হাসপাতালে মৃত আবু হানিফ মৃধার লাশ দাফন সম্পন্ন হয়েছে। র‌্যাব-১ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে আবু হানিফ মৃধাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মুনমুন কারবারের পাশের জঙ্গল থেকে জঙ্গী সন্দেহে আটক করে। ওই সময় সে অসুস্থ হয়ে পড়লে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গণমাধ্যমকে জানানো হয় হানিফ মৃধার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মাসের ২৪ তারিখ ঢাকা থেকে বরিশাল চরমোনাই পীর সাহেবের বার্ষিক মাহফিলে আসে আবু হানিফ মৃধা। মাহফিল শেষে ২৭ ফেব্রুয়ারি লঞ্চযোগে ঢাকায় ফেরার জন্য সিদ্ধিরগঞ্জ ঘাটে নামে। ওইখান থেকে প্রাইভেটকারে যাওয়ার পথে কাঁচপুর ব্রিজ হতে আবু হানিফ নিখোঁজ হয়। অস্ত্রসহ ছয় ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২২ মার্চ ॥ চুয়াডাঙ্গা থানা পুলিশ দেশী অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৯ মার্চ রাতে আলমডাঙ্গা সড়কের বোয়ালমারীতে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৬ ডাকাতকে আটক করে। এরা হলেনÑ হাজরাহাটি গ্রামের রানা, জামান, আলুকদিয়া গ্রামের রুবেল ও শিবপুর গ্রামের নুরুজ্জামান। আটককৃতদের কাছ থেকে দুটি দেশীয় রামদা ও একটি স্টিলের তৈরি হামার উদ্ধার করা হয়েছে। ইউপি সদস্যসহ আটক তিন ॥ অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ মার্চ ॥ দৌলতপুরে ইউপি সদস্য হোসেন মেম্বরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড বন্দুকের গুলি। বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। দৌলতপুর থানার ওসি জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফিলিপনগর এলাকা থেকে মাদক ও অস্ত্র হোসেন মেম্বরকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত দুলাল ও এনামুলকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে। ৭০ ফুট ব্যানার উন্মোচন নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ মার্চ ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজন করেছে সরকারী ফজিলাতুননেসা মহিলা কলেজ। এ উপলক্ষে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশন করে ৭০ ফুট লম্বা স্বাধীনতা-যুদ্ধের ইতিহাস সম্বলিত সচিত্র মোড়ক উন্মোচন ও সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভুদ্যয়ের ইতিহাসের ধারাবাহিক ইতিহাস সম্বলিত ব্যানার প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। কলেজের অধ্যক্ষ সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনÑ ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, সরকারঅ ফজিলাতুননেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, ফখরুল আলম পাশা। রক্তস্বাক্ষর দিবস পালিত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২২ মার্চ ॥ মধ্যপাড়ায় মধ্যশিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ১১টায় রক্তস্বাক্ষর দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রক্তস্বাক্ষরকারী শাহাবুদ্দিন শাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তছলিমউদ্দিন ও সুধীজন উপস্থিত থেকে বক্তব্য দেন। রসস্বাক্ষরের প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনান বর্ণনা দেন সাবেক প্রধান শিক্ষক তৈয়ব আলী। একাত্তরের ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পরে ২২ মার্চ মধ্যপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মরহুম আহম্মদ আলী শাহর সভাপতিত্বে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি তৎকালীন গণপরিষদ সদস্য প্রয়াত মাহাতাবউদ্দিন শাহ আহ্বান জানান কারা মুক্তিযুদ্ধে যেতে ইচ্ছুক। সে সময়ের তরুণ ছাত্র আজকের প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন শাহ যুদ্ধে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এবং নিজের আঙ্গুল কেটে সাদা কাগজে রক্তস্বাক্ষর দিয়ে প্রধান অতিথিকে উপহার দেন। তখন থেকে মধ্যপাড়ায় এ দিনটি রক্তস্বাক্ষর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এক হাজার লিটার ভেজাল দুধ আটক নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২২ মার্চ ॥ বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের বিপরীতে পুলিশ ২৭টি ক্যানভর্তি এক হাজার ৮০ লিটার ভেজাল দুধ ও প্রায় এক কেজি কেমিক্যাল উদ্ধার করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত পৌর এলাকার বাড়াবিল মহল্লার আতাউর ও মোতাহারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজিব প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। সেইসঙ্গে উদ্ধারকৃত ২৭টি ক্যানভর্তি দুধ উপজেলা পরিষদ চত্বরে ধ্বংস করা হয়। জরিমানার ২ লাখ টাকা আদায়ের পর এদিন বেলা ১১টার দিকে তাদের মুক্তি দেয়া হয়। এলাকাবাসী জানায়, আতাউর, মোতাহার ও পোরজনা ঘোষপাড়া মহল্লার কিশোর ঘোষ দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুধের সঙ্গে পানি ও ক্ষতিকর সোডিয়াম-বাই-কার্ব ও নীলাভ কেমিক্যাল মিশ্রণ করে সড়কপথে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরবরাহ করে আসছে। হামলা-মামলায় অভিযোগ আমলে নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২২ মার্চ ॥ দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া ওরফে জিকে গউছেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশেষ ট্রাইব্যুনালের দায়িত্বে নিয়োজিত জেলা ও দায়রা জজ মুজিবুর রহমানের আদালতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা অভিযোগপত্র জমা দেন।
×