ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে সড়ক ডাকাতির প্রতিবাদে অবরোধ

প্রকাশিত: ০৪:২০, ২৩ মার্চ ২০১৭

সিলেটে সড়ক ডাকাতির প্রতিবাদে অবরোধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট-সালুটিকর সড়কে ডাকাতির ঘটনার প্রতিবাদে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে সড়ক অবরোধ, প্রতিবাদ সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এলাকাবাসী গোয়াইনঘাট-সালুটিকর সড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। বেলা ১১টায় দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে দুপুর ১২টায় নন্দীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১টার দিকে উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশরাফ আলী নোমানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান এমএম কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, মাহবুব আহমদ, আবদুস সালাম প্রমুখ। ৃবিকেল ৪টায় রাধানাগর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হাজি রফিকের সভাপতিত্বে ও সাইদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবদুল করীম, আবদুর রহমান, জসিম উদ্দিন, সমাজসেবী সিরাজ মিয়া, আবুল কালাম, হানিফ, ইয়াকুব প্রমুখ।
×