ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূর ওপর নির্যাতন

প্রকাশিত: ০৪:১৮, ২৩ মার্চ ২০১৭

রূপগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূর ওপর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২২ মার্চ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা ও যৌতুকের টাকা না পেয়ে মানছুরা বেগম (৩০) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। গৃহবধূর মানছুরা বেগম উপজেলার মাসুমাবাদ এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে। গৃহবধূ মানছুরা বেগম জানান, গত ১৩ বছর আগে মানছুরার সঙ্গে একই এলাকার মৃত হালিম মুন্সির ছেলে সুমন মুন্সির ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সাজমিন ও ছেলে সন্তান সামিউলের জন্ম হয়। এর কিছুদিন পর থেকেই একই এলাকার শিল্পি বেগম নামে এক মহিলার সঙ্গে মানছুরার স্বামী সুমন মুন্সির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মানছুরা বেগম স্বামীর প্রেমের সম্পর্ক জানতে পেরে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন মুন্সি গৃহবধূ মানছুরা বেগমের ওপর নির্যাতন চালাতে শুরু করে। বুধবার দুপুরে স্বামী সুমন মুন্সি মানছুরা বেগমকে তার বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় সুমন মুন্সিসহ তার পরিবারের লোকজন মানছুরা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। মানছুরার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সহযোগিতায় নির্যাতিত গৃহবধূ বাপের বাড়ি চলে যায়।
×