ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থতা

চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ০৮:০২, ২২ মার্চ ২০১৭

চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন থেকে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধে ব্যর্থতায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্সের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে আইন বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুধের শিশু থেকে বিচ্ছিন্ন করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনায় মাদারীপুর সদর থানার ওসিসহ দুই পুলিশ সদস্যকে তলব করেছে হাইকোর্ট। সদর থানার ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মোঃ মাহতাবকে আগামী ২৯ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সেন্ট মার্টিন থেকে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নতুন স্থাপনা নির্মাণ বন্ধে ব্যর্থতায় চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রিটের বিবাদীদের এ রুলের জবাব দিতে হবে। তারা হলেন- পরিবেশ ও বন সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, নৌ-পরিবহন সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে আদালত অবমাননার আবেদনটি দায়ের করা হয়। আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও সাইদ আহমেদ কবির।
×