ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুসা বিন শমসেরের দামী রেঞ্জ রোভার গাড়ি জব্দ

প্রকাশিত: ০৭:৫৮, ২২ মার্চ ২০১৭

মুসা বিন শমসেরের দামী রেঞ্জ রোভার গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ ধনকুবের মুসা বিন শমসের রঙ বদল করে চালানোর পরও তার ব্যবহৃত মূল্যবান রেঞ্জ রোভার গাড়িটি আর রক্ষা করতে পারলেন না। এতদিন লুকিয়ে রেখেছিলেন। কিন্তু শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে পারলেন না তিনি। নানা নাটকীয়তার পর দিনভর অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তার গাড়িটি জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ নম্বরে ১০৪ নম্বর রোডের প্রিন্স মুসার বাড়িতে অভিযান চালান তারা। বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে গাড়িটি গোয়েন্দাদের কাছে হস্তান্তরের জন্য প্রিন্স মুসাকে নোটিস দেয়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িটিতে চড়ে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় প্রিন্স মুসার নাতি ধানমণ্ডির সানবিম স্কুলে গেছে। এর পর গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি একই এলাকার লেকব্রিজ এ্যাপার্টমেন্টে সরিয়ে নেয়া হয়। এর পর খোঁজ পেয়ে শুল্ক গোয়েন্দাদের একটি টিম ধানমণ্ডির বাড়ি থেকে বিকেল সাড়ে ৩ টায় তার রেঞ্জ রোভার জব্দ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভুয়া আমদানি দলিল দিয়ে গাড়িটি ভোলা-ঘ ১১-০০-৩৫ হিসেবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) নেয়া হয়েছিল। এছাড়া, নিবন্ধনে গাড়ির রং সাদা উল্লেখ থাকলেও জব্দ করার সময় দেখা গেছে সেটি কালো। এ ব্যাপারে মুসার কোন বক্তব্য পাওয়া যায়নি। এর আগে মুসা বিন শমসেরের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনও তদন্ত চালাচ্ছে। মুসার বিরুদ্ধে একাত্তরে পাকিস্তানী বাহিনীকে সহায়তা করার অভিযোগও রয়েছে। যুদ্ধাপরাধী হিসেবে তার বিচারের দাবিও তুলেছেন একাত্তরে স্বজন হারানো সাংবাদিক প্রবীর সিকদার।
×