ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ২২ মার্চ ২০১৭

টুকরো খবর

টেকনাফে ১২ শিবির ক্যাডার আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাশকতা চালাতে গোপনে বৈঠককালে টেকনাফে ১২ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় টেকনাফের মৌলবীবাজার কোনারপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনার জন্য তারা সেখানে দরজা বন্ধ করে গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে জানা গেছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে হ্নীলা মৌলবীবাজার কোনারপাড়া এলাকায় কয়েক সন্ত্রাসী গোপনে বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে শিবির ক্যাডার ইউছুপ, ওয়াহেদুল ইসলাম, আবদুর রহিম, নুরুল আলম, মনিরুল মোস্তফা, নুরুল আজিজ, আবদুর রহমান, ইমতেয়াজ উদ্দিন, নাসির উদ্দিন, সাদ্দাম হোসেন, রবিউল আলম ও সরোয়ারকে আটক করা হয়েছে। টেকনাফ থানার ওসি জানান, আটক শিবিরের নেতাকর্মীরা বড় ধরনের নাশকতা করতে সংগঠিত হচ্ছিল। জঙ্গীবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ মার্চ ॥ বাল্যবিয়ে, মাদক ও জঙ্গীবিরোধী শপথ নিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওই শপথ পাঠ করান। ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত এক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল হোসেন (১৮) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখালে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন তারুখাল গ্রামের আবদুল হাশিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে স্থানীয় মাতুরতল বাজারে যাওয়ার সময় তারুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান আবুল হোসেন। সাতক্ষীরায় বিএনপি নেতা মুন্না গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঠিকাদার আশেক এলাহী মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশেক এলাহি মুন্না উপজেলার ইসমাঈলপুর গ্রামের মৃত ইস্রাফিল মাস্টারের ছেলে। পুলিশ জানান, গ্রেফতারকৃত আশেক এলাহি মুন্নার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি নিম্নমানের ইট দিয়ে একটি রাস্তার কাজ করার সময় স্থানীয় বাসিন্দা মোস্তফা তাতে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশেক এলাহি মুন্না মোস্তফাকে মারপিট করে গুরুতর জখম করে। জামায়াত নেতাসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে আদম ব্যবসায়ীকে আটকের জের ধরে স্থানীয় লোকজনের সঙ্গে র‌্যাব সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জামায়াত নেতাসহ চারজনকে আটক করেছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের আহাম্মেদ কবীর জোহা আদম ব্যবসার সুবাদে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করে। এ ঘটনায় এক ভুক্তভোগী রাজশাহীর র‌্যাব সদর দফতরে অভিযোগ করলে র‌্যাব-৫ এর সদস্যরা সাদা পোশাকে অভিযান চালিয়ে কিশোরপুর গ্রামের নিজ বাড়ি থেকে জোহাকে আটক করে। এ সময় র‌্যাবের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটলে পরে আরও চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলো আদম ব্যবসায়ীর ভাই জামায়াত নেতা ওয়ালিউর রহমান, শফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও মসলেম আলী। দুর্গাপুর থানার এসআই মহিদুল ইসলাম জানান, র‌্যাব সদস্যদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের স্থানীয় লোকজনের কাছ থেকে উদ্ধার করা হয়। চট্টগ্রামে স্বাধীনতা মেলা ২৪ মার্চ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর থিয়েটার ইনস্টিটিউট চিটাগংয়ে (টিআইসি) আগামী ২৪ মার্চ শুরু হচ্ছে ৩ দিনব্যাপী স্বাধীনতা মেলা। স্বাধীনতা মেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেলা পরিষদ সূত্রে জানানো হয়, ৩ দিনব্যাপী এ আয়োজনে থাকছে স্বাধীনতার স্মতিচারণ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্মারক সম্মাননা প্রদান, উদ্দীপনামূলক সাংস্কৃতিক পরিবেশনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। স্বাধীনতা মেলা পরিষদ প্রতিবছরই চট্টগ্রামে এ আয়োজন করে থাকে। দৌলতপুরে ডাকাত গুলিবিদ্ধ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২১ মার্চ ॥ দৌলতপুরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সালাম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার ডাংমড়কা আদাবাড়িয়া সড়কে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত গরুভর্তি ট্রাক ঠেকিয়ে ডাকাতি করছে এমন খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়। তখন ডাকাতদল পুলিশের ওপর হামলা চালালে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায়। সিলেটে আহত ৩ সিলেট অফিস জানায়, গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ধামাইর এলাকায় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে সিলেট শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ধামাইর এলাকায় গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানের গাড়ির গতিরোধ করে ডাকাতরা হামলা চালায়। এতে উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম ও স্থানীয় সংবাদকর্মী এম এ মতিন ও গাড়িচালক আহত হন। মতিনের অবস্থা আশঙ্কাজনক। এক হাজার ইয়াবাসহ আটক ১ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২১ মার্চ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবাসহ মনির হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার শালনা গ্রামের মনির হোসেনকে আটক করে।
×