ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পবিপ্রবি ক্যাম্পাস উত্তাল ॥ প্রধান ফটকে তালা

প্রকাশিত: ০৬:৩০, ২২ মার্চ ২০১৭

পবিপ্রবি ক্যাম্পাস  উত্তাল ॥ প্রধান  ফটকে তালা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ২১ মার্চ ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে প্রভিশনের নিয়ম বাতিলের দাবিতে লাগাতার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গেট ও প্রশাসনিক ভবনের মেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ভিসি-রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়রে কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান গেটে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করলে প্রশাসনিক ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা এক শিক্ষককে লাঞ্ছিত করে। বিকেল ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস অবরুদ্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য ছাত্র শৃঙ্খলা বোর্ড ও এ্যাকাডেমিক কাউন্সিলের জরুরী বৈঠক চলছে।
×