ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমিগ্রেশনের দালাল কালাম আটক

প্রকাশিত: ০৬:২৯, ২২ মার্চ ২০১৭

ইমিগ্রেশনের দালাল কালাম আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দৈনিক জনকণ্ঠে বেনাপোল ইমিগ্রেশন অফিসের দালালদের নিয়ে রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে। বেনাপোল পোর্ট থানার পুলিশ সোমবার রাতেই অভিযান চালিয়ে আটক করেছে দালাল চক্রের হোতা শার্শার বসন্তপুরের আবুল কালাম আজাদকে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। গত ২০ মার্চ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বেনাপোল ইমিগ্রেশন অফিসের দালালদের নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্টে উল্লেখ করা হয় বেনাপোল ইমিগ্রেশনকে ঘিরে গড়ে উঠেছে একটি দালাল চক্র। তারা যাত্রীদের জিম্মি করে অর্থ লুটে নিচ্ছে। রিপোর্ট প্রকাশের পর পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার রাতেই বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে দালাল চক্রের হোতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, পুলিশ আরও কয়েক জনের বাড়িতে অভিযান চালিয়ে ছিল। কিন্তু তাদের বাড়িতে পাওয়া যায়নি। এদিকে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদ কালামসহ ১৪ জনের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেছে।
×