ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রসূতির মৃত্যু ॥ কেশবপুরে বন্ধ করা হলো ক্লিনিক

প্রকাশিত: ০৬:২৭, ২২ মার্চ ২০১৭

প্রসূতির মৃত্যু ॥  কেশবপুরে বন্ধ  করা হলো ক্লিনিক

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২১ মার্চ ॥ ভুল অপারেশনে লাখি আক্তার নামের প্রসূতির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে কেশবপুরের প্যারাডাইস ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন ডাক্তার গোপেন্দ্র নাথ আচার্য স্থানীয় হাসপাতাল কর্মকর্তা ও কেশবপুর থানার পুলিশ নিয়ে ওই ক্লিনিক বন্ধ করে দেন। এছাড়া প্যারাডাইস ক্লিনিকের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট দফতরে সুপারিশও করা হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে অদক্ষ ডাক্তার দিয়ে লাখি আক্তারের সিজার করায় তার অকাল মৃত্যু হয়। নিহতের স্বজনসহ এলাকার শত শত নারী-পুরুষ ক্লিনিক বন্ধ ও ক্লিনিকের মালিক কথিত ডাক্তার আব্দুল মান্নানের বিচারের দাবিতে ২৮ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভকারীরা ওই দিন উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
×