ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

প্রকাশিত: ০৬:২৬, ২২ মার্চ ২০১৭

বিভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২১ মার্চ ॥ সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে সকল বিভেদ ভুলে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, এই আসনে আমিও দলীয় মনোনয়ন চেয়েছিলাম। যে কারণে অনেকের মাঝে ভুল ধারণা থাকতে পারে যে, নির্বাচনে হয় তো আমি সক্রিয় নই। শুরু থেকেই আমি আমাদের নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার পক্ষে অবস্থান নিয়েছি এবং শেষ পর্যন্ত থাকব। সকল বিভেদ ভুলে জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে নির্দেশ দিয়ে বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে দলের প্রতীক নৌকার পক্ষে অবস্থান নিতে হবে। এতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, প্রবীণ সংবাদিক কামরুজ্জামান চৌধুরী, লতিফুর রহমান রাজু, মাহতাব উদ্দিন তালুকদার, খলিল রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজা প্রমুখ।
×