ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৫:৪৮, ২২ মার্চ ২০১৭

বিসিএস কর্নার

২১। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে কত সালে? (ক) ১৯৫৬ সাল (খ) ১৯৫৫ সাল (গ) ১৯৫৪ সাল (ঘ) ১৯৫৩ সাল। ২২। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? (ক) ফ্লোরিডা প্রণালী (খ) পক প্রণালী (গ) বেরিং প্রণালী (ঘ) জিব্রাল্টার প্রণালী । ২৩। জাতিসংঘ দিবস পালিত হয় কবে? (ক) ২৪ অক্টোবর (খ) ২৪ আগষ্ট (গ) ২৪ সেপ্টেম্বর (ঘ) ২৪ ডিসেম্বর। ২৪। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? (ক) ইয়ামেন (খ) কাতার (গ) ওমান (ঘ) ইরাম। ২৫। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম লেখা থাকে না? (ক) যুক্তরাষ্ট্র (খ) ব্রিটেন (গ) ব্রাজিল (ঘ) ইটালি। ২৬। কোন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী নেই? (ক) অ্যান্ডোরা (খ) ট্যুভালু (গ) মালদ্বীপ (ঘ) লাওস। ২৭। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? (ক) থাইল্যান্ড (খ) মায়ানমার (গ) ইন্দোনেশিয়া (ঘ) মালয়েশিয়া। ২৮। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন? (ক) উথান্ট (খ) কুর্ট ওয়াল্ডহেইম (গ) ট্রিগভেলি (ঘ) দ্যাগ হ্যামারশোল্ড। ২৯। ওপেকভূক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি? (ক) ইরাক (খ) ভেনিজুয়েলা (গ) ইন্দোনেশিয়া (ঘ) কাতার। ৩০। বিশ্বের একমাত্র কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না? (ক) যুক্তরাষ্ট্র (খ) সৌদি আরব (গ) ব্রিটেন (ঘ) ফ্রান্স। ৩১। এৎড়ঁঢ় ড়ভ-৮ বা জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি? (ক) চীন (খ) দক্ষিণ কোরিয়া (গ) জাপান (ঘ) মালয়েশিয়া। ৩২। কোন বিষয়ে এ পর্যন্ত কোনো মহিলা নোবেল পুরস্কার পায়নি? (ক) পদার্থে (খ) শান্তিতে (গ) রসায়নে (ঘ) অর্থনীতিতে। ৩৩। কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন বহির্ভূত অথচ কমনওয়েলথের সদস্য? (ক) সিসিলি (খ) মাল্টা (গ) মোজাম্বিক (ঘ) বাহামা। ৩৪। জিম্বাবুয়ের পূর্ব নাম কি? (ক) রোডেশিয়া (খ) গ্রিনল্যান্ড (গ) গোল্ড কোস্ট (ঘ) প্রিটোরিয়া। ৩৫। টঘউচ -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? (ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) রোম (ঘ) ভিয়েনা। ৩৬। গ্রীনল্যান্ড - এর মালিকানা কোন দেশের? (ক) ব্রিটেনের (খ) যুক্তরাষ্ট্রের (গ) ডেনমার্কের (ঘ) কানাডার। ৩৭। পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী? (ক) ত্রিনিদাদ (খ) হাইতি (গ) কোষ্টারিকা (ঘ) বারবাডোস। ৩৮। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত? (ক) জিমি কার্টার (খ) জন এফ কেনেডি (গ) রিচার্ড নিক্সন (ঘ) রোনাল্ড রিগ্যান। (বিঃদ্রঃ সঠিক উত্তর নীচে দাগ দ্বারা চিহ্নিত)
×