ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিনিশিংয়ে দুর্বলতাই ব্যর্থতার কারণ মনে করছেন গার্ডিওলা

ম্যানসিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এফএ

প্রকাশিত: ০৫:৪৫, ২২ মার্চ ২০১৭

ম্যানসিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  নেবে এফএ

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার লিভারপুলের বিরুদ্ধে ১-১ গোলে প্রিমিয়ার লীগ লড়াইয়ে ড্র করে ম্যানচেস্টার সিটি। ওই ম্যাচে রেফারি মাইকেল অলিভার একটি পেনাল্টি দেন লিভারপুলকে। সে সময় রেফারিকে ঘিরে ধরেন ম্যানসিটির খেলোয়াড়রা। এ কারণে ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) ম্যানসিটির বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিচ্ছে। এর আগে চেলসির বিরুদ্ধে অলিভারের বিরুদ্ধে একই কা- ঘটিয়ে ২০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা গুণেছে ম্যানসিটি। তবে দলের খেলোয়াড়দের মেজাজ হারিয়ে ফেলার কারণটা বুঝতে পারছেন কোচ পেপ গার্ডিওলা। তিনি মনে করেন ফিনিশিংয়ে চরম দুর্বলতা দলকে ব্যর্থতায় পর্যবসিত করছে এবং সে কারণেই হতাশ হচ্ছেন তার শিষ্যরা। গার্ডিওলার দল দারুণ সমালোচনার মুখে পড়ে চ্যাম্পিয়ন্স লীগে মোনাকোর কাছে ৩-১ গোলে হারের পর। শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় লেগে এ পরাজয় বিদায় ঘটিয়েছে ম্যানসিটির। আর লিভারপুলের সঙ্গে পিছিয়ে পড়েও সার্জিও এ্যাগুয়েরোর গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। এর পেছনে ফরোয়ার্ডদের সূক্ষ্ম ভুলগুলোকেই দায়ী করছেন গার্ডিওলা, ‘গোলরক্ষকের সামনে আমাদের কিছু পরিষ্কার সুযোগ ছিল লক্ষ্যভেদ করার। কিন্তু সেসব আমরা কাজে লাগাতে পারিনি। আর এ কারণে আমরা শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। ফিনিশিংয়ে দুর্বলতাই আমাদের ব্যর্থতার মূল কারণ হয়ে গেছে।’ এ সবই হতাশার পাথর হয়ে বুকে চেপে বসছে ম্যানসিটির খেলোয়াড়দের। যার প্রমাণ দেখা গেছে লিভারপুলকে রেফারি অলিভার পেনাল্টি দেয়ার পর। ম্যানসিটি খেলোয়াড়রা তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ বিতর্কে জড়িয়ে পড়েছেন। একই ঘটনা তারা চেলসির বিরুদ্ধে ঘটিয়েছিল এবং এফএ ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল। সে ম্যাচেও রেফারি ছিলেন অলিভার।
×