ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস ভলিবল শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ২২ মার্চ ২০১৭

স্বাধীনতা দিবস ভলিবল শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৭’। ৯টি দলের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৯ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যুত উন্নয়ন বোর্ড। ম্যাচে সেনাবাহিনী ৩-২ সেটে জয় পায়। এবারের আসরে ৯টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিদ্যুত উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ জেল। ‘খ’ গ্রুপে রয়েছে তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) ও সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। স্বাধীনতা দিবস কুস্তি স্পোর্টস রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজন করেছে কুস্তি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আসরটি আগামী মঙ্গলবার (২৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা ২৯ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় সবমিলিয়ে ২০০ জন খেলোয়াড় ১৬টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষদের ৮টি ওজন শ্রেণী হলোÑ ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৫, ৮৫, ৯৭ ও ১২৫ কেজি এবং মেয়েদের ৮টি ওজন শ্রেণী হলোÑ ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৭০, ৭৫ ও ৮০ কেজি। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে ইউনিমেড ইউনিহেলথ প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগ শুরু হয়েছে। হরনেটস এসসি ও বকশী বাজারের মধ্যে অনুষ্ঠিত খেলায় হরনেটস এসসি ৫০-৪৪ পয়েন্টে বকশী বাজারকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় বকশী বাজার ২৩-২১ পয়েন্টে এগিয়েছিল। হরনেটস এসসি’র সর্বোচ্চ স্কোরার স্বাধীন-১৭ ও বাপ্পি-১২ পয়েন্ট এবং বকশী বাজারের মাহফুজ ও নিলয় প্রত্যেকে ০৯ পয়েন্ট করে স্কোর করে। ঢাকা গ্ল্যাডিয়েটরস ৬৯-৫৬ পয়েন্টের ব্যবধানে রেঞ্জার্স ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪০-২৩ পয়েন্টে এগিয়েছিল। দি গ্রেগারিয়াস ক্লাব ৯৫-৭২ পয়েন্টে ধূমকেতু ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায় দি গ্রেগারিয়াস ক্লাব ৫১-৩৭ পয়েন্টে এগিয়েছিল। দি গ্রেগারিয়াসের সর্বোচ্চ স্কোরার মিঠুন ৪০ ও রোমেল ১৬ পয়েন্ট এবং ধূমকেতু ক্লাবের সাজিদ ৩২ ও তারেক ২৪ পয়েন্ট স্কোর করে।
×