ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৫, ২২ মার্চ ২০১৭

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারিতে বাংলাদেশ

সোমবার থেকে থাইল্যান্ডের ব্যাংককে ২০১৭ এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২ শুরু হয়েছে। র‌্যাঙ্কিং রাউন্ডের খেলায় রিকার্ভ পুরুষ এককে বিভিন্ন দেশের ৬৮ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের মোঃ রুমান সানা ৬৫৭ স্কোর করে ১৭তম, মোহাম্মদ সানোয়ার হোসেন ৬৩৮ স্কোর করে ৩৩তম, মোহাম্মদ তামিমুল ইসলাম ৬১৫ স্কোর করে ৫০তম এবং মোঃ ইমদাদুল হক মিলন ৫৯১ স্কোর করে ৬১তম র‌্যাঙ্ক অর্জন করেছে। রিকার্ভ মিশ্র দলগতভাবে ১৭টি দেশের মধ্যে বাংলাদেশ ৯ম র‌্যাঙ্ক অর্জন করেছে। ২৪ মার্চ ২০১৭ তারিখে মিশ্র দলগতভাবে ইলিমিনেশন রাউন্ডে জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ পুরুষ দলগতভাবে ১৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম র‌্যাঙ্ক অর্জন করেছে। মহিলা দলগতভাবে ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ৯ম র‌্যাঙ্ক অর্জন করেছে। আগামী ২৫ মার্চ ২০১৭ তারিখে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত খেলা অনুষ্ঠিত হবে। রিকার্ভ মহিলা এককে বিভিন্ন দেশের ৫৫ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের শ্যামলী রায় ৫২৩ স্কোর করে ২১তম, মোসাম্মত রাদিয়া আক্তার শাপলা ৫৯৭ স্কোর করে ৩৫তম, মোসাম্মত হিরা মনি ৫৮৯ স্কোর করে ৪০তম এবং বিউটি রায় ৫৬৩ স্কোর করে ৪৯তম র‌্যাঙ্ক অর্জন করেছে। মোঃ ইমদাদুল হক মিলন ইলিমিনেশন প্রথম রাউন্ডের খেলায় হংকংয়ের ওং কা লোক (ডড়হম কধ খড়শ)-এর নিকট ৬-৪ সেট পয়েন্টে পরাজিত হয়। মোঃ রুমান সানা প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে হংকংয়ের চান জোর সিং-এর সাথে, মোহাম্মদ সানোয়ার হোসেন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে মায়ানমারের টাইক লিন ও (ঐঃরশব খরহ ঙড়) এর সাথে এবং মোহাম্মদ তামিমুল ইসলাম প্রথম রাউন্ডে সৌদি আরবের মানছুর ফাহাদ এম আলউইকে ৭-১ সেট পয়েন্টে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়, মোহাম্মদ তামিমুল ইসলাম দ্বিতীয় রাউন্ডে কাজাখস্তানের সানঝার মুশ্শায়েভের সাথে আগামী ২৩ মার্চ ২০১৭ তারিখে প্রতিদ্বন্দ্বিতা করবে। Ñবিজ্ঞপ্তি
×