ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অশ্বিনকে হটিয়ে শীর্ষে জাদেজা

প্রকাশিত: ০৫:৪৫, ২২ মার্চ ২০১৭

অশ্বিনকে হটিয়ে শীর্ষে জাদেজা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজা। ঘরের মাটিতে চলমান অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মে রয়েছেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার। তিন ম্যাচে এ পর্যন্ত সর্বোচ্চ ২১ উইকেট তুলে নিয়েছেন। ১৭ শিকারে সতীর্থ অশ্বিন দ্বিতীয় স্থানে নেমে গেছেন। ব্যাটিংয়ে বড় উলম্ফন রাঁচিতে ডাবল সেঞ্চুরি হাঁকানো চেতেশ্বর পুজারার দ্বিতীয় স্থানে উঠে আসা। শীর্ষে যথারীতি প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথ। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অশ্বিনকে হটিয়ে এক নম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন টাইগার তারকা সাকিব-আল হাসান। ওদিকে ১-১এ চলমান সিরিজের শেষ টেস্টে হেরে গেলেও শীর্ষস্থান অক্ষুণœœ রেখে (১ এপ্রিল ২০১৭) আইসিসির পুরস্কার পাবে ভারত। তবে পরের টেস্টে অস্ট্রেলিয়া হেরে গেলে এবং দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সফরে তৃতীয় ও শেষ টেস্টে জিতলে দুই থেকে তিনে নেমে যাবে অস্ট্রেলিয়া। অবশ্য ড্র করলেও স্মিথদের দ্বিতীয় স্থান অক্ষুণœœ থাকবে। তুখোড় সতীর্থ অশ্বিনকে সরিয়ে বোলারদের তালিকায় জাদেজার শীর্ষে উঠে আসা দারুণ ব্যাপার। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। কখনও ব্যাট হাতে তো কখনও বল হাতে। রাঁচির তৃতীয় টেস্টে এক ইনিংসে হাফ সেঞ্চুরি তো এসেছেই সঙ্গে পুরো ম্যাচে এসেছে ৯ উইকেট। সিরিজে জাদেজার এখন পর্যন্ত উইকেট ২১টি। যার ফল দীর্ঘদিন শীর্ষ স্থান আগলে বসে থাকে ভারতীয় স্পিনার অশ্বিন নেমে গেলেন দ্বিতীয় স্থানে। তাকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা। ৮৯৯ পয়েন্ট নিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন জাদেজা। ৯০০ পয়েন্ট থেকে মাত্র এর পয়েন্ট পিছনে রয়েছেন জাদেজা। ৯০০ পয়েন্ট পেয়ে গেলে তৃতীয় ভারতীয় হবেন তিনি। এর আগে ছিলেন অশ্বিন ও বিষেন সিংহ বেদী। ৮৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অশ্বিন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ রয়েছেন তিন নম্বরে। চারে অস্ট্রেলিয়া জস হ্যাজেলউড ও পাঁচে ইংল্যান্ডের জেমস এ্যান্ডারসন। ওদিকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পুজারা। এটাই তার ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং। শীর্ষস্থান ধরে রেখেছেন স্মিথ। পুজারার পয়েন্ট ৮৬১। অনেকটা এগিয়ে ৯৪১ পয়েন্ট নিয়ে ওপরে রয়েছেন স্মিথ। তিন নম্বরে ইংল্যান্ডের জো রুট। দুই থেকে চারে নেমে গেছেন হঠাৎই ফর্ম হারিয়ে ফেলা ভারত অধিনায়ক বিরাট কোহালি। পাঁচে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কেবল বোলিংয়ে নয়, অল-রাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান খুইয়েছেন অশ্বিন। কলম্বোয় নিজেদের শততম টেস্টে পাওয়া জয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাবিক। তিনে জাদেজা। ইংল্যান্ডের বেন স্টোকস রয়েছেন চারে। পাঁচে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক।
×