ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল

প্রকাশিত: ০৫:৪৪, ২২ মার্চ ২০১৭

ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় ছিলেন। গল টেস্টে খেলেছেন। কিন্তু কলম্বোতে হওয়া বাংলাদেশের শততম টেস্টে খেলতে পারেননি। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন। বাংলাদেশ টেস্টটিতে জিতেছে। ঐতিহাসিক টেস্ট জয় করেছে। এরপর দেশে ফিরেই আবার নতুন দায়িত্ব কাঁধে পড়ল মুমিনুল হকের। এমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মুমিনুল। তাকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। মুমিনুলের ডেপুটি থাকছেন নাসির হোসেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনুর্ধ-২৩ পর্যায়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ। এশিয়ার টেস্ট খেলুড়ে চারটি দলÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পাশাপাশি এই আসরে অংশ নিবে আফগানিস্তান, আরব আমিরাত, নেপাল এবং হংকংয়ের জাতীয় দল। ইমার্জিং এশিয়া কাপের নিয়মানুসারে টেস্ট খেলুড়ে দল থেকে অনুর্ধ-২৩ এর ওপরে বয়সের সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা পাবে একাদশে। সেই অনুযায়ী বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের অভিজ্ঞতাসম্পন্ন চার ক্রিকেটারকে। এর হলেনÑ নাসির হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন এবং আবুল হাসান রাজু। ২৭-৩০ মার্চ পর্যন্ত দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নিবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালেশিয়ার মধ্যকার ম্যাচগুলো। অন্যদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, হংকং পরস্পরের বিপক্ষে মুখোমুখি হবে। চট্টগ্রামে এমার্জিং কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অন্যদিকে কক্সবাজারে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। পরেরদিন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম পর্বে প্রতিটি দলের থাকবে তিনটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় দুই গ্রুপের সেরা দুই দল করে চারদল সেমিফাইনালে উঠবে। ১ এপ্রিল হবে সেমিফাইনাল ম্যাচগুলো। গ্রুপ পর্বের ও সেমিফাইনাল ম্যাচ দুটি সকাল নয়টায় শুরু হবে। ৩ এপ্রিলে চট্টগ্রামে ফাইনালের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটবে। ফাইনাল ম্যাচটি দুপুর দুইটায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করা হবে। ইমার্জিং কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ॥ মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।
×