ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে শোয়েনস্টেইগার

প্রকাশিত: ০৫:৪৪, ২২ মার্চ ২০১৭

এবার ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে শোয়েনস্টেইগার

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করলেন বাস্তিয়েন শোয়েনস্টেইগার। জার্মানির তারকা এই মিডফিল্ডার ইংলিশ পরাশক্তি ক্লাব ছেড়ে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের দল শিকাগো ফায়ারে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ক্লাবটি। শিকাগো ফায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী শোয়েনস্টেইগার। সাবেক বেয়ার্ন মিউনিখ তারকার ওল্ডট্র্যাফোর্ড ছাড়াটা অনুমিতই ছিল। ২০১৫ সালের জুলাইয়ে শৈশবের ক্লাব বেয়ার্ন মিউনিখ ছেড়ে তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। কিন্তু রেড ডেভিলসদের জার্সিতে নিয়মিত হতে ব্যর্থ তিনি। সাবেক কোচ লুইস ভ্যান গালের ইচ্ছাতেই তার ম্যানইউতে আসা। ডাচ কোচ বরখাস্ত হওয়ার পর চলতি মৌসুমে জোশে মরিনহোকে নিয়োগ দেয় ইংলিশ জায়ান্টরা। মরিনহোর অধীনে এক প্রকার দলে ভ্রাত্য ৩২ বছর বয়সী শোয়েনস্টেইগার। আগের মৌসুমে সবমিলিয়ে ৩১টি ম্যাচ খেললেও এবার মাত্র চার ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত ম্যানইউ ছেড়ে মার্কিন মুলুকে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক জার্মান অধিনায়ক। ২০১৬ সালের সেপ্টেম্বরে জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন শোয়েনস্টেইগার। জার্মানির বার্লিনের বরুশিয়া পার্ক স্টেডিয়ামে জার্মানি-ফিনল্যান্ড আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে এক যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন শোয়েইনি। প্রীত ম্যাচ ছাপিয়ে সবটুকু স্পটলাইট ছিল তারকা এই মিডফিল্ডারের দিকে। মাঠে উপস্থিত ৩০ হাজার দর্শকও প্রিয় নেতাকে ভালবাসা জানিয়ে বিদায় জানান। শোয়েনস্টেইগার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন গত বছরের ২৮ জুলাই। এরপর জার্মান কোচ জোয়াকিম লো এই মিডফিল্ডারকে শেষবারের মতো দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেন। মূলত আনুষ্ঠানিক বিদায় জানানোর জন্যই ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুযোগ দেয়া হয় শোয়েইনিকে। ম্যাচটিতে ২-০ গোলে জয়ও পায় জার্মানরা। জার্মানির জার্সি গায়ে নিজের শেষ ও ১২১ নম্বর আন্তর্জাতিক ম্যাচটিতে শোয়েনস্টেইগার খেলেন প্রথম ৬৬ মিনিট। শেষ বাঁশি বাজার পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ থেকে বের হন তারকা অধিনায়ক। ১২ বছরের ক্যারিয়ারে জার্মানির হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেন শোয়েনস্টেইগার। জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। এছাড়া ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়ার স্বাদ পেয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে আপসোস শুধু ইউরো ট্রফি জিততে পারেননি। ২০০৮ সালে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল জার্মানি। এছাড়া ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া জার্মান দলের অংশীদার ছিলেন তিনি। এদিকে বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোশে মরিনহোর অধীনে খেলতে চান সেলেসাও তারকা। নেইমার এ প্রসঙ্গে বলেছেন, মরিনহো-গার্ডিওলার মতো কোচেরা আছেন, যে কোন ফুটবলারই চাইবে তাদের সঙ্গে কাজ করতে। নেইমারের আগের খবরটি চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লীগে তার আগ্রহের বিষয়টি নিয়ে। তিনি বলেন, ইংলিশ প্রিমিয়ার লীগ আমাকে মোহিত করে। কে চ্যাম্পিয়ন হবে, কেউ জানে না। গত মৌসুমে কি দুর্দান্তই না খেলল লিচেস্টার সিটি। প্রতিটি দলের খেলার যে স্টাইল, তা বেশ ভাল লাগে আমার। আর কে জানে, একদিন হয়ত এই লীগেই আমিও খেলব।’ তিনি আরও বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুলকে আমার ভাল লাগে। এই দলগুলো সবসময় শিরোপার জন্য লড়াই করে। এরপরই নানা গুঞ্জন নেইমারের বার্সায় বসবাস নিয়ে।
×