ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

প্রকাশিত: ০৫:৪৩, ২২ মার্চ ২০১৭

আবার বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের শততম টেস্টে এমন নৈপুণ্যই দেখালেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়ে আবার বিশ্বসেরা অলরাউন্ডারে সবার ওপরের অবস্থানটি দখল করে নিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেরা হয়েছেন সাকিব। গল টেস্টে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান (২৩ ও ৮) করেন। বল হাতে নেন তিন উইকেট (১ ও ২ উইকেট)। দলও হারে ২৫৯ রানের বড় ব্যবধানেই। কিন্তু কলম্বো টেস্টে এমন সুবাতাস ছড়ান যে দল জয়ই পেয়ে যায়। প্রথম ইনিংসে তিনি যে ১১৬ রানের অসাধারণ ইনিংসটি খেলেন, সেই ইনিংসে শুরুতেই এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যদিও ১৫ রানের বেশি করতে পারেননি। তবে বল হাতে প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্য দেখান। তাতেই শ্রীলঙ্কা হারের খপ্পরে পড়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে জিতেও যায়। শততম টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোন সিরিজে ১-১ ড্র করে সিরিজও শেষ করে। গল টেস্টে সাকিবকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কলম্বো টেস্টে এসে উজ্জ্বলতা ছড়ান। যেই উজ্জ্বলতা সাকিবকে আবারও বিশ্বসেরা অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ আসনে পৌঁছে দেয়। আবার ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ৪৩১ রেটিং নিয়ে এক নম্বরে রয়েছেন সাকিব। ৪০৮ রেটিং নিয়ে পরেই রয়েছেন অশ্বিন। এর মধ্যদিয়ে তিন ফরমেটেই এক নম্বর অলরাউন্ডার হিসেবে রয়েছেন সাকিব। কলম্বো টেস্টে ৬ উইকেট নিয়েছেন সাকিব। এই কীর্তিতে গত সপ্তাহের মধ্যে এই স্থান নিয়ে এক প্রকার যুদ্ধই চলেছে অশ্বিন-সাকিবের মাঝে। এমনকি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং নিয়ে টেস্টে ২১ নম্বরে রয়েছেন সাকিব। ৯ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন তামিম ইকবাল। একধাপ এগিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন মুশফিক। বোলারদের র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৭ নম্বরে রয়েছেন তিনি। একইভাবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ১৭ নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব। এই র‌্যাঙ্কিংয়ে অশ্বিনকে সরিয়ে শীর্ষে উঠেছেন স্বদেশী জাদেজা। দ্বিতীয় টেস্টে হারলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। একধাপ এগিয়ে ৪৫৪ রেটিং নিয়ে ৩ নম্বরে রয়েছেন তিনি। এদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে শীর্ষেই রয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। ৯৪১ রেটিং নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের পর অশ্বিন, অশ্বিনের পর সেরা পাঁচে এক এক করে তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা (রেটিং ৩৮৭), চতুর্থ স্থানে বেন স্টোকস (রেটিং ৩২৭) ও পঞ্চম স্থানে মিচেল স্টার্ক (রেটিং ৩২৫) রয়েছেন। ব্যাট ও বল হাতে অনন্য নজিরও গড়েন সাকিব। প্রথম ইনিংসে যখন সেঞ্চুরি করেন, তখনই এ বছর ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব গড়ে ফেলেন। বছর এখনও শেষ হতে অনেকদিন বাকি। আপাতত যে কয়টা মাস গেছে, তাতে সাকিব সবার ওপরে। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি একটি ডাবল সেঞ্চুরিসহ দুটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৫.০০ গড়ে ৫৫০ রান করেছেন সাকিব। বল হাতেও সাকিব অনন্য। বিশ্বের সেরা বাঁহাতি স্পিনারদের কাতারে চলে এসেছেন সাকিব। সর্বকালের সেরা পাঁচ বাঁহাতি স্পিনারদের কাতারে এখন সাকিবের নাম রয়েছে। সাকিবের উইকেট শিকার সংখ্যা এখন ১৭৬। তাতেই পাঁচ নম্বরে অবস্থান করছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের চতুর্থদিনে বাংলাদেশকে ভোগানো সেঞ্চুরিয়ান করুনারতেœর উইকেটটি নিতেই সেই তালিকায় নাম লেখান সাকিব। টেস্ট ইতিহাসের বাঁহাতি স্পিনারদের রেকর্ড পাতায় তার সামনে আছেন কেবল চারজন স্পিনার। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৭২ উইকেট), নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরি (৩৬২ উইকেট), ইংল্যান্ডের ড্যারেক আন্ডার উড (২৯৭ উইকেট), ভারতের বিষেন সিং বেদী (২৬৬ উইকেট) আছেন। সাকিব পাঁচ নম্বরে রয়েছেন। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া সাকিব টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডারের শীর্ষস্থানও আবার দখল করেছেন।
×