ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘সব দলই এখন সমীহ করবে বাংলাদেশকে’

প্রকাশিত: ০৫:৪৩, ২২ মার্চ ২০১৭

‘সব দলই এখন সমীহ করবে বাংলাদেশকে’

স্পোর্টস রিপোর্টার ॥ শততম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশ বিরাট অর্জন পেয়েছে। এখন যে দলই বাংলাদেশের বিপক্ষে খেলবে, তারাই সমীহ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই মনে করছেন। বলেছেন, ‘সব দলই এখন সমীহ করবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি বাংলাদেশকে অনেক বড় অর্জন এনে দিয়েছে। প্রতিপক্ষ এখন আর বাংলাদেশকে কোনভাবেই হাল্কাভাবে নিতে পারবে না। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনেই নামতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয় করায় বিসিবি থেকে পুরো দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাপন মনে করেন, ‘এই স্মরণীয় জয়ের সম্পূর্ণ কৃতিত্ব আমাদের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের। দলের সবাইকে অভিনন্দন। এই টেস্টে জয়ের মধ্য দিয়ে ক্রিকেটাররা প্রমাণ করেছে যে, তারা চাইলে সবকিছুই করতে পারেন।’ পাপনের বিশ্বাস ক্রিকেটাররা নিজেদের কমিটমেন্ট অনুসারে খেললে, সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠবে বাংলাদেশ, ‘ওয়ানডে এবং টি২০’র মতো টেস্টে আমরা এখনও অতটা ভাল করতে পারিনি। কিন্তু আমাদের খেলোয়াড়রা বর্তমানে যেভাবে এগুচ্ছে, তারা ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছে। এতে আমার দৃঢ় বিশ্বাস, দেশের প্রতি যদি আমাদের সকল ক্রিকেটারের কমিটমেন্ট শতভাগ ঠিক থাকে, তাহলে আমি নিশ্চিত টেস্টেও বাংলাদেশের শক্তিশালী অবস্থানে যেতে খুব বেশি সময় লাগবে না।’ ‘বাংলাদেশ একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবে।’ সেই আশাও প্রকাশ করেছেন পাপন। দেশে ফেরার পর ক্রিকেটারদের বড় ধরনের সংবর্ধনা দেয়ার চিন্তা-ভাবনাও চলছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায় ছিল। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তা প্রদর্শন করা হয়। পরে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন করেন বিসিবি কর্মকর্তারা। ফটোসেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। তিনি বলেন, ‘শততম টেস্টে জয়ের পর প্রত্যাশা বাড়েনি, তবে লক্ষ্য নিয়েই বোর্ড এগুচ্ছে। আমাদের যেসব কার্যক্রম, নতুন কিছু করার স্বপ্ন নিয়েই তো সেগুলো করছি। এখানে লক্ষ্য আমাদের একটাই ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। কাজটি কঠিন, কিন্তু পরিশ্রম করলে অবশ্যই তা সম্ভব। সেই যোগ্যতা বাংলাদেশের ক্রিকেটারদের আছে।’ আসছে জুনে ইংল্যান্ডে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কঠিন গ্রুপে পড়লেও পাপন আশা প্রকাশ করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালই খেলবে বাংলাদেশ। জানান, ‘এটা আমাদের বড় চ্যালেঞ্জ। ক্রিকেটারদের মধ্যে যে বন্ধন গড়ে উঠেছে এবং জয়ের যে একটা বিশ্বাস ও আগ্রহ অনেক বেড়ে গেছে, তাতে বাংলাদেশ এখন কোন দলকে ভয় পায় না। এভাবে এগুতে পারলে অবশ্যই বিশ্বকাপ জেতা সম্ভব।’
×