ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

প্রকাশিত: ০৫:৪৩, ২২ মার্চ ২০১৭

পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘প্লেয়ার অব দ্যা ইয়ার-২০১৬’ জিতেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গেল বছর দেশ ও ক্লাবের হয়ে তাক লাগানো পারফর্মেন্সের স্বীকৃতিস্বরূপ এ এ্যাওয়ার্ড জিতেছেন ৩২ বছর বয়সী ফিফা সেরা তারকা। পর্তুগীজ সেরা হওয়ার পথে রোনাল্ডো পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপে ও স্পোর্টিং সিপি গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে। সোমবার রাতে পর্তুগালের কুইন্স ডি ওরা গালাতে মর্যাদাকর এই পুরস্কারটি রোনাল্ডোর হাতে তুলে দেয়া হয়। বেয়ার্ন মিউনিখের পর্তুগীজ ফুটবলার রেনাটো সানচেজ বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব জিতেছেন। আর জাতীয় দলের কোচ ফার্নান্ডো সান্টোস জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানোর পাশাপাশি পর্তুগালকে জিতিয়েছেন ইউরো কাপের শিরোপা। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরস্কারে খেতাব জিতেছেন। চ্যাম্পিয়ন্স লীগে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লীগের ১১তম শিরোপা জয় করে রোনাল্ডোর নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ। মিলানে পেনাল্টি শ্যূটআউটে এই ফরোয়ার্ডের গোলেই মাদ্রিদের জয় নিশ্চিত হয়। পুরো টুর্নামেন্টে ১৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সিআর সেভেন। এরপর সুযোগ আসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে কিছু উপহার দেয়ার। তাতেও পর্তুগালকে হতাশ করেননি রোনাল্ডো। পর্তুগীজ এই সেনাপতির কারণে প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টে শিরোপা স্বাদ পায় তার দেশ। বছর শেষে মেসির কাছ থেকে ব্যালন ডি’অর খেতাবটা কেড়ে নেন সি আর সেভেন। এবার জিতলেন দেশের হয়ে সেরা ফুটবলারের খেতাব। দেশ সেরা হওয়ার পর উচ্ছ্বাসিত রোনাল্ডো বলেন, এটা দারুণ একটা বছর ছিল। ইউরো শিরোপা জেতাটা ছিল বিশেষ কিছু। এটাই একমাত্র ট্রফি ছিল যেটা মনেপ্রাণে জিততে চেয়েছিলাম আমি। খেতাব জিতলেও ট্রফিটা পর্তুগীজ সমর্থকদের উৎসর্গ করেন রোনাল্ডো। তিনি বলেন, এই ট্রফিটা পর্তুগালের সমর্থকদের জন্য। কারণ আমাদের ওপর শেষ পর্যন্ত ভরসা রেখেছিলেন তারা। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সি আর সেভেন বলেন, আমি পর্তুগালের জনগণকে আবারও ধন্যবাদ জানাই, কারণ এই শিরোপাটি জিততে তারাই আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে। রিয়াল তারকা বলেন, গত বছরটা যেভাবে কাটিয়েছি সেটা স্বপ্নের মতো। এমন সাফল্য আমার ক্যারিয়ারে খুব বেশি আসেনি। আমি আগেও বলেছি ২০১৬ সালটা আমার ক্যারিয়ার সেরা। সাফল্যের স্বীকৃতি পেলেও রোনাল্ডোর মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই ফুটবলে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট কাটার মিশনে আছে তার দেশ।
×