ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিচারের মুখোমুখি হচ্ছেন পার্ক জিউন হাই

প্রকাশিত: ০৫:৪২, ২২ মার্চ ২০১৭

বিচারের মুখোমুখি  হচ্ছেন পার্ক  জিউন হাই

শেষপর্যন্ত দক্ষিণ কোরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে বিচারের মুখোমুখি হতে হচ্ছেই। এতদিন তিনি তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি প্রেসিডেন্টের বিশেষ সুবিধাটা (ইম্যুইনিটি) বলে উপেক্ষা করে আসছিলেন। গত ডিসেম্বরে ৬৫ বছরের পার্ককে তার বান্ধবী চৈ সুন মিল-এর মাধ্যমে নানাবিধ দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির জন্য দোষী সাব্যস্ত করে পার্লামেন্টে ইম্পিচ করার পর তার মনে হয়ত ক্ষীণ আশা ছিলÑ আদালতে তিনি পাড় পেয়ে যাবেন। কিন্তু গত ১০ মার্চ সে দেশের সাংবিধানিক আদালত তাকে অভিশংসন করার সিদ্ধান্ত বহাল রেখে এই অভিমত ব্যক্ত করেÑ বান্ধবী চৈ কে রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ এবং বিপুল নথিপত্রের গোপন তথ্য ফাঁসের সুযোগ দিয়ে মিস পার্ক প্রচলিত আইন লঙ্ঘন করেছেন। শুধু তাই নয় বান্ধবীর অনৈতিক বিষয়টি গোপন রাখার জন্য সাবেক প্রেসিডেন্ট যথাসাধ্য চেষ্টা করেছেন। মিস পার্ক এখানেই থেমে থাকেননিÑ যারা তার বান্ধবী চৈ-এর কর্মকা- নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তিনি এর প্রতিকার বা তদন্ত না করে বরং তাদের তীব্র সমালোচনা করেছেন। আদালতের এই রায়ের পর মিস পার্ক প্রেসিডেন্সিয়াল ইম্যুনিটির চাল ব্যবহার করে নিজেকে রাষ্ট্রীয় তদন্ত দলের জিজ্ঞাসাবাদ থেকে নিজকে আড়াল করতে পারলেন না। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রীয় কৌঁশলীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও ফার্মগুলোকে নানাবিধ সুবিধা প্রদানের মাধ্যমে তার বান্ধবী চৈ সুন সিল যে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেনÑ তার সঙ্গে তিনি কতটুকু সম্পৃক্তÑ সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মিস পার্ক বলেন, যাবতীয় ঘুষ ও দুর্নীতির জন্য বান্ধবী চৈ এককভাবে দায়ী। -ইয়াহু নিউজ
×