ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানে ইলেক্ট্রনিক্স যন্ত্র নিষিদ্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৫:৪১, ২২ মার্চ ২০১৭

বিমানে ইলেক্ট্রনিক্স যন্ত্র নিষিদ্ধের পরিকল্পনা  যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র বিমানে যাত্রীদের ক্যাবিন ব্যাগে ল্যাপটপ ও ট্যাবলেট ক্যামেরার মতো ইলেক্ট্রনিক্স যন্ত্রবহন নিষিদ্ধ করতে যাচ্ছে। প্রাথমিকভাবে আফ্রিকার মধ্য-পূর্বাঞ্চলীয় ও উত্তর আফ্রিকার ৮টি দেশ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। মার্কিন সরকারের এক সূত্র বিবিসিকে এ কথা জানিয়েছে। এই পদক্ষেপে ১০টি বিমানবন্দর থেকে পরিচালিত ৯টি এয়ারলাইনস ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন গণমাধ্যম জানায় বিভিন্ন দেশ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর এএফপি’র। এই নিষেধাজ্ঞার আওতায় বড় বড় ইলেক্ট্রনিক্স যন্ত্র যেমন ল্যাপটপ, ট্যাবলেট ক্যামেরা, ডিভিডি প্লেয়ার এবং ইলেক্ট্রনিক্স খেলনা অন্তর্ভুক্ত হবে। তবে মোবাইল ফোন ও স্মার্টফোন লাগেজে বহনের অনুমতি দেয়া হবে। ডিপার্টমেন্ট অব হোমল্যা- সিকিউরিটি এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মঙ্গলবার এ বিষয়ে তারা একটি ঘোষণা দিতে পারে। গত ফেব্রুয়ারিতে দুবাইভিত্তিক বিমান সংস্থা দালাও এর একটি বিামন সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। তদন্তকারীরা বলেন, বিমানটির এক যাত্রী একটি ল্যাপটপ বোমা বহন করছিল। পরে সে ধরা পড়ে। বিমানের পাইলট বিমানটি জরুরীভাবে অবতরণ করতে সক্ষম হয় এবং ওই অভিযুক্ত বোমরু ব্যক্তিই ছিল বিমানটির একমাত্র হুমকি। ওই যন্ত্রটি যদি অতিরিক্ত উচ্চতায় বন্ধ হয়ে যায় তাহলে বিমানটি ধ্বংস হয়ে যেতে পারত।
×