ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুর্কিদের সমাবেশ বন্ধ করার অধিকার রাখি ॥ মেরকেল

প্রকাশিত: ০৫:৪১, ২২ মার্চ ২০১৭

তুর্কিদের সমাবেশ  বন্ধ করার অধিকার  রাখি ॥ মেরকেল

জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল সোমবার হ্যানোভারে সিইবিআইটি প্রযুক্তি মেলা উপলক্ষে সাংবাদিকদের কাছে তুরস্কের তৎপরতা নিয়ে আবার দাবি করেছেন যে, তুর্কি কর্মকর্তাদের সভা-সমাবেশ করার ওপর জার্মানির দেয়া নিষেধাজ্ঞাকে নাৎসি কৌশলের সঙ্গে তুলনা করা বন্ধ করতে হবে। খবর ডন অনলাইনের। মেরকেল আরও বলেন, তার সরকার জার্মান আইনের অধীনে যে কোন ধরনের সমাবেশ বন্ধ করে দেয়ার অধিকার রাখে। যদি না আঙ্কারা তার অভিযোগ প্রত্যাহার করে নেয় ভবিষ্যতে জার্মানি তুরস্কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বারবার বার্লিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা নাৎসিদের পদ্ধতিতে কাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে এরদোগানের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আসন্ন গণভোটের পক্ষে তুর্কি কর্মকর্তাদের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি। মেরকেল বলেন, আমার দাবি যে তুর্কিকে অবশ্যই নাৎসিদের সঙ্গে তুলনা করা বন্ধ করতে হবে। এর কোন অন্যথা হবে না। দুর্ভাগ্যবশত আমরা এই তুলনাগুলো পর্যবেক্ষণ করছি। যদি এগুলো বন্ধ না হয় তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা এসব সহ্য করব না।
×