ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর পরিচালক হলেন হানিফ-শরীফ

প্রকাশিত: ০৫:৪০, ২২ মার্চ ২০১৭

ডিএসইর পরিচালক হলেন হানিফ-শরীফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন র?্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হানিফ ভূঁইয়া এবং সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান। বিজয়ী হানিফ ভূঁইয়া পেয়েছেন ১৪৯ ভোট এবং শরীফ আতাউর রহমান পেয়েছেন ১১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা আসিফ আহমেদ পেয়েছেন ৮৮ ভোট ও মিজানুর রহমান খান পেয়েছেন ৭৭ ভোট। এ নির্বাচনে মোট ২২২টি ভোট পড়ে। এর মধ্যে ৪টি ভোট বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই শেয়ারহোল্ডার নির্বাচনে দুই পদের জন্য চারজন প্রার্থী লড়াই করেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। নির্বাচনে বিজয়ী হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের স্থলাভিষিক্ত হবেন। ভোট গণনা শেষে বিকেলে ফল জানায় নির্বাচন কমিশন। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে)।
×