ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানে বিশেষ সেবা সপ্তাহ চলছে

প্রকাশিত: ০৫:৩৮, ২২ মার্চ ২০১৭

বিমানে বিশেষ সেবা সপ্তাহ চলছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিন উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ চালু করেছে বিমান শ্রমিক লীগ সিবিএ’র উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ মার্চ ২০১৭ তারিখে চালু হওয়া এ সেবা সপ্তাহের কার্যক্রম চলবে ২৩ মার্চ পর্যন্ত। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হযরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত এক অনাড়ন্বর অনুষ্ঠানে কেক কেটে এই কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক গ্রাহকসেবা জনাব আতিক সোবহান, পরিচালক প্রশাসন মমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিসেস নুরুল ইসলাম হাওলাদার, মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও সিবিএ’র সভাপতি মোঃ মশিকুর রহমান। অনুষ্ঠানে বিমানের বিভিন্ন শাখার শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ওয়ালটন ল্যাপটপে ‘স্বাধীনতা অফার’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ল্যাপটপে বিশেষ অফার দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি পণ্য প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই অফারের আওতায় ক্রেতা নির্দিষ্ট মডেলের ওয়ালটন ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন এলইডি টিভি ও স্মার্টফোন। অফার চলবে মার্চ মাস জুড়ে। সূত্র জানায়, ওয়ালটন, ইন্টেল, মাইক্রোসফট ও বিজয় বাংলার যৌথ সহযোগিতায় বাংলাদেশের বাজারে এসেছে ওয়ালটন ল্যাপটপ। স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার ও অত্যাধুনিক ফিচার সংবলিত ৪টি সিরিজের মোট ২২টি মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই চারটি সিরিজ হলো প্যাশন, টেমারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্স জাম্বু। এর মধ্যে প্যাশন সিরিজে রয়েছে ২৩ হাজার ৯৯০ টাকা থেকে শুরু করে ৫৫ হাজার ৫৫০ টাকা দামের ১০টি মডেলের ল্যাপটপ। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×