ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেনীর বিসিক শিল্প নগরীর এক-তৃতীয়াংশ উৎপাদনমুখী শিল্প কারখানা বন্ধ

প্রকাশিত: ০৫:৩৮, ২২ মার্চ ২০১৭

ফেনীর বিসিক শিল্প নগরীর এক-তৃতীয়াংশ উৎপাদনমুখী শিল্প কারখানা বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা সমস্যায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফেনী বিসিক শিল্প নগরীর এক তৃতীয়াংশ উৎপাদনমুখী শিল্প কারখানা। তবে বন্ধ কারখানাগুলো চালু করতে নতুন উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও হস্তান্তর ও আইনী জটিলতায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প মালিক সমিতির নেতারা। এ অবস্থায়, উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন জেলার বিসিকের শীর্ষ কর্মকর্তা। ফেনী পৌরসভার চাড়িপুর এলাকায় ১৯৬২ সালে প্রায় সাড়ে ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্প নগরী। এ শিল্প নগরীর এক শ’ ৪২টি প্লটে একাধিক ইউনিট নিয়ে গড়ে ওঠে অর্ধশতাধিক শিল্প কারখানা। ভূমি উন্নয়ন কর ও সার্ভিস চার্জ বৃদ্ধি, ব্যাংক ঋণের অভাব এবং হস্তান্তর জটিলতাসহ নানা কারণে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে এখানকার এক তৃতীয়াংশ শিল্প কারখানা। আর চালু কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
×