ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ের চরে নারীদের মাঝে সেলাই মেশিন ও স্যানিটারি উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫:৩৮, ২২ মার্চ ২০১৭

লৌহজংয়ের চরে নারীদের মাঝে সেলাই মেশিন ও স্যানিটারি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের চরে নারীদের মাঝে সেলাই মেশিন ও স্যানিটারি উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে নদী ভাঙ্গা দুস্থ মহিলাদের আয় উৎসারি কর্মকা-ের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই সেলাই মেশিন ও স্যানিটারি উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার লৌহজং কলেজ ছাত্রাবাস প্রঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এনজিও ‘অন্বেষণ’র নির্বাহী পরিচালক মিতালী নূসরাত পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গবর্নরের প্রতিনিধি ও প্রকল্পের উপপরিচালক মোঃ জনি খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্বেষণের প্রকল্প সমন্বয়ক মোস্তাফিজ কামাল, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান আরা, সমাজ সেবক মনির হোসেন মাস্টার ও শহিদুল মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে চরাঞ্চলের ২০ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও ২০ জন মহিলাকে স্যানিটেশন উপকরণ দেয়া হয়। বাংলাদেশ ব্যাকের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করেন এনজিও অন্বেষণ। সেলাই মেশিন প্রাপ্ত ২০ জন মহিলাকে ২০ দিনের প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষক করুনা আক্তার রুনা।
×