ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাইম এশিয়া ভার্সিটিতে বাজেট বিষয়ে সেমিনার

প্রকাশিত: ০৫:৩৩, ২২ মার্চ ২০১৭

প্রাইম এশিয়া ভার্সিটিতে বাজেট বিষয়ে সেমিনার

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে সোমবার, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে ‘গবর্নমেন্ট বাজেটিং প্র্যাকটিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইউএনডিপি বাংলাদেশের ইনক্লুসিভ বাজেটিং এ্যান্ড ফিন্যান্সিং ফর ক্লাইমেট রিসাইলেন্সের (অইবিএফসিআর) প্রজেক্ট ম্যানেজার ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার চক্রবর্তী। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম হাবিবুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। সেমিনারে অন্যদের মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের এমবিএর প্রোগ্রাম ডিরেক্টর এম. জিল্লুর রহমান, বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×