ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বহুমাত্রিক পরিবেশনায় শিমুল ইউসুফের ষাটতম জয়ন্তী

প্রকাশিত: ০৫:২৯, ২২ মার্চ ২০১৭

বহুমাত্রিক পরিবেশনায় শিমুল ইউসুফের  ষাটতম জয়ন্তী

স্টাফ রিপোর্টার ॥ পাড়ি দিয়ে যাচ্ছেন দীর্ঘ এক অভিনয় জীবন। দশ বছরে মঞ্চে ওঠা শিল্পিত সেই জীবনটি অতিক্রম করেছে পাঁচটি দশক। অভিনয়ের সঙ্গে সঙ্গীতের যুগল বন্ধনে সৃষ্টি করেছেন স্বতন্ত্র শিল্পধারা। এভাবেই আপন পরিচয়কে মেলে ধরেছেন বাঙালীর নব্য অভিনয় রীতির স্রষ্টা হিসেবে। মঞ্চের প্রতি নিমগ্ন ভালবাসার প্রতিদানে পেয়েছেন মঞ্চকুসুম উপাধি। শিল্প-সাধনায় নিরন্তর ছুটে চলা এই অভিনয়শিল্পী হচ্ছেন শিমুল ইউসুফ। অনেকগুলো বসন্ত পার করে মঙ্গলবার তিন পদার্পণ করলেন ৬০তম জন্মদিনে। এদিন বিকেলে শিল্পকলা এ্যাকাডেমি মাঠে উদ্্যাপিত হলো তার ষাটতম জয়ন্তী। সে আয়োজনে বহুমাত্রিক পরিবেশনায় শিল্পীকে ভালবাসা ও শ্রদ্ধা জানালেন তার অগ্রজ, সমসাময়িক ও অনুজ শিল্পীরা। কেউ বা পাঠ করলেন নাটকের সংলাপ। কণ্ঠশিল্পীরা পরিবেশন করলেন সঙ্গীত। আবৃত্তিশিল্পীর কণ্ঠে উঠে এলো কবিতার শিল্পিত উচ্চারণ। সঙ্গে ছিল বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ফুলেল শুভেচ্ছা। আর জন্মদিনে নিজের পাওয়া সেই ফুলগুলোকে শিল্পী উৎসর্গ করলেন সদ্য প্রয়াত ওপাড় বাংলার নন্দিত লোকসঙ্গীতশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে। মঞ্চে রাখা কালিকা প্রসাদের প্রতিকৃতিতে নিজের জন্মদিনের ফুলগুলো সবাইকে অর্পণের আহ্বান জানান শিমুল ইউসুফ। অতিরঞ্জিত বক্তৃতাহীন জন্মদিনের এ দুইদিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠানটির আয়োজন করে শিমুল ইউসুফের ৬০তম জয়ন্তী উদ্্যাপন পর্ষদ। আয়োজনের মতোই মঞ্চসজ্জায়ও ছিল স্বতন্ত্রতার স্বাক্ষর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের শিমুল ইউসুফ হয়ে ওঠার নেপথ্যে যে মানুষগুলোর অবদান সেই দুই বরেণ্য ব্যক্তিত্বও জায়গা করে নিয়েছিলেন আয়োজনে। সেই সুবাদে অমর একুশের গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদ ও বাংলার শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের ছবিটিও জুড়ে গিয়েছিল মঞ্চের চারপাশে ছড়ানো শিল্পীর ছবির সঙ্গে। অগ্রজ শিল্পী হিসেবে শিমুল ইউসুফের জন্মদিনের পরিবেশনা নিয়ে মঞ্জে হাজির হন নাট্যজন রামেন্দু মজুমদার, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, নাট্য নির্দেশক ও অভিনেতা আতাউর রহমান এবং সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে কী সঙ্গীত ভেসে আসে’ শিরোনামের গান শোনান সুবীর নন্দী। গা শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিমুল ইউসুফ। বলেন, জন্মদিনের এমন আয়োজনে আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। স্মরণ করছি আমার ছোট ভাই কালিকা প্রসাদ ভট্টাচার্যকে। সেও ছিল সেলিম আল দীনের মতোই শেকড়সন্ধানী এক মানুষ। বেঁচে থাকলে নিশ্চয়ই আজ কালিকা প্রসাদও আমাদের জন্মদিনের ফুলের শুভেচ্ছা জানাতো। তাই সবার প্রতি অনুরোধ, আমার জন্মদিনের ফুলগুলো সবাই যেন তাকে নিবেদন করে। তার কথা শেষে মঞ্চে রাখা কালিকা প্রসাদের প্রতিকৃতিতে ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল ভালবাসা। এ সময় শিমুল ইউসুফ হাঁটু মুড়ে বসে পড়েন মঞ্চে আর নেপথ্যে ভেসে বেড়ায় বেহালার করুণ সুর। তিন পর্বের অনুষ্ঠানে সমসাময়িক শিল্পী হিসেবে পরিবেশনা উপস্থাপন করেছেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরা ও নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী। আর অনুজ শিল্পী হিসেবে পরিবেশনার মাধ্যমে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবৃত্তিশিল্পী মোঃ আহ্্কাম উল্লাহ্্, নৃত্যশিল্পী তামান্না রহমান, গানের দল জলের গানের রাহুল আনন্দ ও অভিনেত্রী জ্যোতি সিনহা। সব শেষে দিলু বয়াতি পরিবেশন করেন ‘সয়ফুল মূলক বদিউজ্জামান’ শিরোনামের পালা। শিমুল ইউসুফের জন্মদিনে নিবেদিত নিজের লেখা শংসা বচন পাঠ করেন রুবাইয়াৎ আহমেদ। চমৎকার উপস্থাপনার মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। আজ বুধবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে শিল্পীর জন্মদিনের দ্বিতীয় দিনের পরিবেশনা। এদিনের আয়োজনে রবীন্দ্রনাথের গান শোনাবেন বুলবুল ইসলাম। নজরুলের কীর্তন আঙ্গিকের গান শোনাবেন বিজন চন্দ্র মিস্ত্রি। আধুনিক সঙ্গীত পরিবেশন করবেন মামুন জাহি খান। চন্দনা মজুমদারের কণ্ঠে পরিবেশিত হবে লোকসঙ্গীত। বিশ^ কবিতা দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা ॥ মঙ্গলবার ছিল বিশ^ কবিতা দিবস। আনন্দ শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটির ১০ বর্ষ পূর্তি উপলক্ষে কবিতাঙ্গন ও ওয়ার্ল্ড পোয়োট্রি সেন্টার বাংলাদেশের যৌথ উদ্যোগে এদিন বেলা ১১টায় জাতীয় জাদুঘর থেকে এলিফ্যান্ট রোড রোড পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নির্বাচিত কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে কবিতাঙ্গন সম্পাদক ও ওয়ার্ল্ড পোয়েট্রি সেন্টার বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি সরদার আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি কাজী রোজী এমপি। সম্মানিত অতিথি ছিলেন শিশু সাহিত্যিক ও ছড়াকার রফিকুল হক দাদু ভাই, জাতীয় কবিতা পরিষদের সভাপতিম-লীর সদস্য কবি আসলাম সানী, কবি ড. বিমল গুহ, কবি ফারুক মাহমুদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কবি সাদের আলী, কবি সাবেদ আলী সাদ, কবি ও কথাসাহিত্যিক মাহবুবুল আলমসহ অনেকে। আলোচনা পর্বে বক্তারা বলেন, মার্চ মাস নানা কারণে বাঙালী জাতির কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, ২৫ মার্চের কালরাত, ২৬ মার্চের স্বাধীনতা দিবস সবকিছু মিলিয়েই এই মাস তাৎপর্যপূর্ণ। আর বিশ^ কবিতা দিবসে আমরা বিশে^র সকল কবিদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্ব পুতুলনাট্য দিবস উদ্যাপিত ॥ বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুল নাটককে স্বমহিমায় পুনরুত্থানের আহ্বান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্যাপিত হলো বিশ্ব পুতুলনাট্য দিবস। মঙ্গলবার আলোচনা সভা, সেমিনার ও পুতুল নাটক মঞ্চায়নের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। তারও আগে মঙ্গলবার বিকেলে একাডেমির সেমিনার হলে আয়োজন করা হয় ‘পাপেট থিয়েটার : প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে গোলটেবিল বৈঠক। সন্ধ্যার আসরে ঢাকা মিরপুরের ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ’ সংগঠনের মোঃ উজির আলীকে প্রদান করা হয় ‘গুণী পুতুল নাট্য সম্মাননা ২০১৭’। এরপর পুতুল নাট্যদল ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ’ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিবেশন করে ঐতিহ্যবাহী পুতুল নাট্য প্রদর্শনী।
×