ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাল পাসপোর্ট, ভিসা প্লেনের টিকেট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ০৮:২৫, ২১ মার্চ ২০১৭

জাল পাসপোর্ট, ভিসা প্লেনের টিকেট তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে জাল পাসপোর্ট, ভিসা ও প্লেনের টিকেট তৈরির বিপুল সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হচ্ছে, নাসিবুর রহমান (৩৯), আতিকুল ইসলাম লিটন (৪০) ও আব্দুল কুদ্দুস (৩৫)। দীর্ঘদিন ধরে এসব জাল পাসপোর্ট ও ভিসা তৈরি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশীদের কাছে পাচার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এরা। সোমবার দুপুরে কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, রবিবার রাতে সায়েদাবাদের একটি বাসায় তল্লাশি চালিয়ে নাসিবুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৩২ ধরনের নকল পাসপোর্ট ও বিভিন্ন দেশের নকল ভিসা স্ট্যাম্প তৈরির কাগজপত্র উদ্ধার করা হয়। তার তথ্যমতে আতিকুল ইসলাম লিমনকে আটক করা হয়। লিমনের তথ্যের ভিত্তিতে অন্যজনকে আটক করা হয়। র‌্যাবের অধিনায়ক বলেন, এরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট, ভিসা তৈরি করে অন্য ব্যক্তির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাচার করত এবং নকল ভিসা, পাসপোর্ট, স্ট্যাম্প টিকেট তৈরির কাজ করত। তিনি জানান, অভিযানকালে আটকদের কাছ থেকে ১৪ জাল পাসপোর্ট, ১৬০ বিভিন্ন দেশের স্ট্যাম্প টিকেট, ১৩০ পাসপোর্টের কভার পেজ, ২২ সিলমোহর, ৫০ জাল পাসপোর্টের পাতা, ৩০ জাল টিকেটের পাতা, ৪০ পাসপোর্ট তৈরির রেক্সিন কভার, ১২টি ফুয়েল স্টিকার রোল, দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি মাউস, একটি কি-বোর্ড, ৫৮ বিভিন্ন ধরনের রঙের কৌটা, তিন জোড়া হ্যান্ড গ্লাভস, সাত কৌটা পেপার কাটিং ব্লেড, ৩২০ পিস পাসপোর্ট তৈরির কাগজ, পাঁচটি ওমান ভিসার কপি একটি লেজার ড্রিল মেশিন উদ্ধার করা হয়।
×