ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশকোনায় জঙ্গী সন্দেহে আটক যুবকের মৃত্যুর ব্যাখ্যা দাবি ফখরুলের

প্রকাশিত: ০৮:২৫, ২১ মার্চ ২০১৭

আশকোনায় জঙ্গী সন্দেহে আটক যুবকের মৃত্যুর ব্যাখ্যা দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আশকোনায় জঙ্গি সন্দেহে র‌্যাবের হাতে আটক হওয়ার পর হানিফ মৃধা নামে যুবকের মৃত্যুর ব্যাখ্যা দাবি করেছেন বিএনপি মহাসচিব মিজা ফখরুল। তিনি বলেন, এ ধরনের যুবকদের তুলে নিয়ে গিয়ে জঙ্গি বানিয়ে হত্যা বা জঙ্গিবাদকে প্রকাশ করা হচ্ছে কি না, তার স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কোনটি সত্য র‌্যাবের ব্যাখ্যা, না তার পরিবারের ব্যাখ্যা। যদি পরিবারের কথা সত্য হয়ে থাকে তাহলে আমরা কোন দেশে বাস করছি? এর সুষ্ঠু তদন্ত করে সঠিক তথ্য জানাতে হবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ‘স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার ভূমিকা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক’ এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপি জোটের শরিক এনপিপি অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া। সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরা। খিলগাঁওয়ে র‌্যাবের ওপর হামলা চেষ্টার বিষয়েও সন্দেহ প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেলে নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছিল যুবক। অথচ মোটরসাইকেলে গুলির চিহ্ন পাওয়া যায়নি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দরকার। এসবের উদ্দেশ্য কী? তাভেল্লা সিজার হত্যাকা-ের প্রসঙ্গে বলেন, ঘটনাটি ঘটার পর নিউইয়র্কে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি নেতারা এর সঙ্গে জড়িত। কিন্তু র‌্যাব বলছে নব্য জেএমবিরা ঘটনাটি ঘটিয়েছে। তাহলে কোনটা সঠিক উল্লেখ করেন? তিনি বলেন, সরকার একটি ভয়ঙ্কর খেলায় মেতেছে। এ খেলা দেশকে কোথায় নিয়ে যাবে জানি না। সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গীবাদকে ব্যবহার করছে। বাংলাদেশকে আজ জঙ্গী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে জঙ্গীবাদ একটি ভয়ঙ্কর সমস্যা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এর সমধান না করি তাহলে দেশ কোন দিকে যাবে। আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার মতো ভাগ্যবরণ করতে হয় কি না জানি না। জঙ্গীবাদকে বিরোধী দল দমনের হাতিয়ার করেছে উল্লেখ করে বলেন, জঙ্গীবাদ নিয়ে খেলবেন না। এর সুষ্ঠু তদন্ত করুন। এর মূল কোথায় সেটা বের করে সমাধান করতে হবে উল্লেখ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জনগণের প্রত্যাশা প্রসঙ্গে বলেন, জনগণ তিস্তা নদীর পানি চায়। ফারাক্কা বাঁধে যে সর্বনাশ হয়েছে, তার পুনরাবৃত্তি চায় না। সীমান্তে যেন অন্যায়ভাবে হত্যা করা না হয়। অন্যান্য যেসব বিষয় রয়েছে সেগুলোরও সমাধান করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়, স্বার্থের বিপরীতে যায় এমন কোন চুক্তি না করতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কারণ দেশের মানুষ মনে করে একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে বিরাজমান সঙ্কট নিরসন সম্ভব। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চায়। এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির নিতাই রায় চৌধুরী, জাগপার শফিউল আলম প্রধান, খোন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজাহারুল ইসলাম চৌধুরী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন বক্তব্য রাখেন। এদিকে প্রেসক্লাবের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
×