ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শহীদ মিনারের সামনে মাইক্রোর ধাক্কায় আহত ৫

প্রকাশিত: ০৮:২৪, ২১ মার্চ ২০১৭

শহীদ মিনারের সামনে মাইক্রোর ধাক্কায় আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়েসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, মা রোকেয়া বেগম (৪৫), মেয়ে ফারহানা ইসলাম দিশা (২৪), কাঁচামাল বিক্রেতা জহিরুল ইসলাম (৪৫), রিক্সাচালক আলমগীর (৪০) ও জাহিদুল ইসলাম (৩৮)। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সোমবার বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাদা রঙের একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় ওই পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ওসি জানান, ঘটনার পর স্থানীয়রা মাক্রোবাসটি ভাংচুর করে। পরে চালকসহ মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, জরুরী বিভাগে চিকিৎসারত জাহিদুল ও ফারহানার অবস্থা আশঙ্কাজনক। শাহজালালে ২২০ কার্টন বিদেশী সিগারেট জব্দ ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। যার মূল্য ১৩ লাখ টাকা। সোমবার সকাল নয়টায় এয়ার এ্যারাবিয়ার ফ্লাইট নং জি-৯৫১৭ তে আসা যাত্রী শামসুদ্দিনের কাছ থেকে ওই সিগারেট জব্দ করা হয়।
×