ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ সফল বাস্তবায়নে এসডিজি অর্জন সম্ভব ॥ আজাদ

প্রকাশিত: ০৮:২১, ২১ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ সফল বাস্তবায়নে এসডিজি অর্জন সম্ভব ॥ আজাদ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ সফল বাস্তবায়নের মাধ্যমে এসডিজি অর্জন সম্ভব হবে। এসডিজি প্রকল্পের প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ ‘প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন। সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাসস এই কর্মশালার আয়োজন করে। বাসস এমডি পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুরুর রহমান। কর্মশালায় বাসস গণমাধ্যমের ৪০ সাংবাদিক অংশনেন। আবুল কালাম আজাদ বলেন, জাতিসংঘে এসডিজির লক্ষ্যমাত্রা ভিত্তিক ১৭ প্রস্তাব গৃহীত হয়। ওই ১৭ লক্ষ্যমাত্রা অনুযায়ী পরবর্তী ১৫ বছর ধরে ১৬৯ উপ-খাতভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন কর্মকা- পরিচালিত হবে। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সফলতার আলোকে দেয়া এসডিজি প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং অনেক দেশ এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের কাছে পরামর্শ চাচ্ছে। তিনি বলেন, একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, আশ্রয়ণ, শিক্ষা সহায়ক কার্যক্রম, সবার জন্য বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা প্রধানমন্ত্রীর এই ১০টি বিশেষ উদ্যোগের বিভিন্ন দিক এসডিজির ১৭টি লক্ষ্যের সাথে সম্পৃক্ততার কথা তুলে ধরে আবুল কালাম আজাদ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। বিশেষ অতিথি মঞ্জুরুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দিতে যেসব কার্যক্রম গ্রহণ করেছেন এরমধ্যে বিশেষ ১০টি উদ্যোগ অন্যতম। সভাপতির বক্তব্যে বাসস’র প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন।
×