ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগরে লঘুচাপ

সারাদেশে হাল্কা থেকে মাঝারি বর্ষণ

প্রকাশিত: ০৭:৪৫, ২১ মার্চ ২০১৭

সারাদেশে হাল্কা থেকে মাঝারি বর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ সাগরে লঘুচাপের কারণে চৈত্রের শুরুতেই সারাদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে হাল্কা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারা জানায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের অপর একটি অংশ দেশের দক্ষিণাঞ্চলে অবস্থানের কারণে আকাশ মেঘলা রয়েছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমী লঘুচাপ। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে। সোমবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বা হাল্কা বৃষ্টি অব্যাহত থাকতে পারে আজ মঙ্গলবার পর্যন্ত। এদিকে রাজধানী ঢাকায় সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকালে এবং দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মেলে। এ কারণে আবহায়টা ছিল বেশ শীতল। যে কারণে প্রকৃতিতে চৈত্রমাস হলেও শীতের আমেজ ছিল লক্ষণীয়। শীতের কারণে রাতে রাজধানীবাসীকে গরম কাপড় মুড়িয়ে ঘুমাতে হয়েছে। আবহাওয়া অফিস জানায় আকাশ মেঘলা থাকার কারণে আজও সারাদেশে আবহাওয়া অনেকটা শীতল থাকবে। তারা জানায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে তারা। দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতে সোমবার সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে স্কুলগামী শিশুরা বিপাকে পড়ে যায়। বিভিন্ন সড়কে যানজটেরও খবর পাওয়া যায় এ কারণে। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিনঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে ২৩ মিলিমিটার এবং খেপুপাড়ায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
×