ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আটক ১, গণপিটুনি

ফটিকছড়িতে নামাজ পড়ানোর সময় পীরকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৭:৪১, ২১ মার্চ ২০১৭

ফটিকছড়িতে নামাজ পড়ানোর সময় পীরকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ মার্চ ॥ মাগরিবের নামাজে ইমামতির সময় আশরাফাবাদ দরবার শরীফের পীর শাহ আলম নঈমীকে (৬০) পেছন থেকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায় এক দল দুর্বৃত্ত। সালাউদ্দিন নামে এক দুর্বৃত্তকে ধরে ফেলে গণপিটুনি দেয়। উপজেলার পাইন্দং কারবালা টিলা এলাকার একটি জামে মসজিদে সোমবার মাগরিবের নামাজের সময় এ ঘটনা ঘটে। পীর হাফেজ নঈমীকে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারবালা টিলা দরবার শরীফের পীর নঈমীকে ছুরিকাঘাত করে পালানোর সময় অন্য মুসল্লিরা তাকে ধরে উত্তমমধ্যম দেয়। এ খবর ছড়িয়ে পড়লে পীরের ভক্তরা সেখানে জড়ো হয়ে হামলাকারীকে পিটুনি দেয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে পীরের ভক্তদের বাধার মুখে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই যুবক একই ইউনিয়নের পাইন্দং গ্রামের মিয়াজি বাড়ির নুর মুহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হামলাকারীরা সংখ্যায় চারজন ছিল।
×